কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট গড়ার প্রক্রিয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই পাশে পেলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী, টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাওকে। সোমবার নবান্নে দুই মুখ্যমন্ত্রীর দু’ঘণ্টা বৈঠক হয়। পরে চন্দ্রশেখর বলেন, ‘‘বিজেপির উপর রাগ হলে কংগ্রেস এসে যাবে। তাতে কী লাভ হবে? কংগ্রেস এবং বিজেপি উভয়েরই প্রশাসন দেশের পক্ষে ক্ষতিকারক। তাই বিকল্প হল মুক্তমনের নেতাদের নিয়ে ফেডারেল ফ্রন্ট। আমরা সেটাই চাইছি।’’
রবিবার রাত। মস্কোর রেড স্কোয়ারের কাছে উপচে পড়ছে ভিড়। বহু দূর থেকেও শোনা যাচ্ছে ‘রাশিয়া’ ‘রাশিয়া’ চিৎকারটা। ভিড়ের মাঝে দাঁড়িয়ে ৬৫ বছরের ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন বললেন, ‘‘এই ঐক্যটা বজায় রাখা খুব প্রয়োজন। আমাদের মহান মাতৃভূমির ভবিষ্যতের চিন্তা এখান থেকে শুরু হোক।’’
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে সোমবার উত্তাল হল লোকসভা। সকাল এগারোটায় লোকসভার অধিবেশন শুরু হতে না হতেই, একাধিক বিরোধী দল ওয়েলে নেমে হট্টগোল শুরু করে দেয়। হট্টগোলের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ স্পিকারকে বলেন, ‘‘আমরা অনাস্থা-সহ সব রকম আলোচনার জন্য প্রস্তুত।’’
এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...
• আমি বলিউডের লোক নই
নিজেকে বলিউডের লোক মনে করেন না বলেই চকমকে দুনিয়ার বাইরে আটপৌরে জীবন কাটাতে কলকাতায় পালিয়ে আসেন। এখনও বলেন, পরিচালকের আগে তিনি একজন ফুটবলার। সবিস্তার পড়তে ক্লিক করুন
• সন্ধি চেয়ে কোর্টে রত্না, নারাজ মেয়র গরহাজির
শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাঙা সম্পর্ক জুড়তে চান রত্না। আদালতে হলফনামা পেশ করে তা তিনি জানিয়েছিলেন। এ প্রসঙ্গে মেয়র কী বললেন? সবিস্তার পড়তে ক্লিক করুন
• রাস্তায় আনাজ বেচলেন মন্ত্রীও
রিকশা-বোঝাই বাঁধাকপি, শাক। রাস্তায় দাঁড়িয়ে সে সব বিক্রি করলেন খোদ রাজ্যের কৃষিমন্ত্রী। সোমবার সকালে এমনই কাণ্ড ঘটল রামপুরহাট শহরে। সবিস্তার পড়তে ক্লিক করুন
• নেটে অনুশীলন করার ফল, বলছেন কার্তিক
ম্যাচের পরে কার্তিক জানান, কী ভাবে নিজেকে তৈরি করেছিলেন এই ধরনের শট খেলার জন্য। কী বললেল তিনি? সবিস্তার পড়তে ক্লিক করুন
• রজারকে হারিয়ে ট্রফি দেল পোত্রোর
অবিশ্বাস্য এই উত্থান বিশ্বাস করতে পারছেন না আর্জেন্তিনীয় তারকা নিজেও। তিনি যে এ ভাবে বিশ্বের এক নম্বর রজার ফেডেরারকে মরসুম শুরু করার পরে টানা জয়ের রেকর্ড গড়ার পথে আটকে দেবেন! সবিস্তার পড়তে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy