Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কেউ বলেছেন দলিত, কেউ বা ব্রাহ্মণ, এ বার সান্টার পোশাকে হনুমান!

কেউ তাঁকে বলেছে দলিত, কেউ বা ব্রাহ্মণ, কারও কাছে তিনি আর্য, কারও কাছে মুসলিম!

গুজরাতে সারঙ্গপুরের মন্দিরে।

গুজরাতে সারঙ্গপুরের মন্দিরে।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০২:৪১
Share: Save:

কেউ তাঁকে বলেছে দলিত, কেউ বা ব্রাহ্মণ, কারও কাছে তিনি আর্য, কারও কাছে মুসলিম! এমনকি, জৈন, মুসলিম, চিনা, জাঠ— সব পরিচয়ই জুড়েছে তাঁর সঙ্গে। এ বার সেই হনুমান হলেন সান্টা ক্লজ়। নরেন্দ্র মোদীর রাজ্যের সারঙ্গপুরের এক মন্দিরে হনুমানকে সান্টা ক্লজ়ের পোশাক পরানো নিয়ে শুরু হল বিতর্ক। ভক্তদের আপত্তিতে পরে পোশাক বদল করা হয়।

ওই মন্দিরে ‘কষ্টভঞ্জন দেব’ হিসেবে পূজিত হন হনুমান। রবিবার বিগ্রহটিকে সান্টার পোশাক পরান পূজারিরা। এক দল ভক্ত চটে যান। মন্দির কর্তৃপক্ষের যুক্তি, আমেরিকায় থাকা এক ভক্ত পোশাকটি পাঠিয়েছেন। হনুমানের যাতে ঠান্ডা না লাগে তাই পরানো হয়েছিল। মন্দিরের প্রধান পুরোহিত স্বামী বিবেকসাগর মহারাজ বলেন, ‘‘ঠান্ডা আটকাতেই ভেলভেটের পোশাক পরানো হয়েছিল। কারও ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য ছিল না।’’

আরও পড়ুন: দেশ বদলে দেব ভাবিনি, বিস্ময় মোদীর মন্তব্যে

অন্য বিষয়গুলি:

Monkey Santa Claus Hanuman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE