Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মোদী স্বাধীন ভারতের সেরা নেতা: মার্ডক

নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের শ্রেষ্ঠ নেতা। টুইটারে মন্তব্য নিউজ কর্প প্রধান রুপার্ট মার্ডকের। নিউ ইয়র্কের ওয়ালডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গোলটেবিল বৈঠকের পর অভিভূত মার্ডক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২০
Share: Save:

নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের শ্রেষ্ঠ নেতা। টুইটারে মন্তব্য নিউজ কর্প প্রধান রুপার্ট মার্ডকের। নিউ ইয়র্কের ওয়ালডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গোলটেবিল বৈঠকের পর অভিভূত মার্ডক। বিশ্বের অন্যতম বৃহৎ গণমাধ্যমের কর্ণধারের উপলব্ধি, ভারত এত শানিত চিন্তার কোনও প্রধানমন্ত্রীকে এর আগে পায়নি।

ওয়ালডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম সংস্থাগুলির শীর্ষ কর্তাদের নিয়ে আলোচনায় বসেছিলেন বিদেশ সফররত নরেন্দ্র মোদী। গণমাধ্যম, প্রযুক্তি এবং যোগাযোগের ক্ষেত্রে ভারতের অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে এই গোলটেবিল বৈঠকে আলোচনা হয়। সেই বৈঠকের পরই রুপার্ট মার্ডক টুইট করেন। তিনি টুইটারে লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অসামান্য সময় কাটালাম। স্বাধীন ভারতের তিনি শ্রেষ্ঠ নেতা, যাঁর চিন্তাভাবনাও শ্রেষ্ঠ। কিন্তু তাঁকে অনেক কিছু করতে হবে বিশ্বের অন্যতম জটিল এই দেশটার জন্য।”

এ দিনের বৈঠকে পৃথিবীর বৃহত্তম গণমাধ্যমগুলির কর্ণধারদের প্রধানমন্ত্রীর আশ্বাস, “সৃষ্টিশীলতার স্বার্থে মেধা সম্পদের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।” ভারতে গণমাধ্যমের আরও অনেক প্রসার ঘটানোর পরিসর রয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “এই যুগ হল প্রযুক্তির যুগ, আর আমরা (ভারত) একটা প্রযুক্তি চালিত সমাজ।” ভারতে গণমাধ্যম ক্ষেত্রে আরও বিনিয়োগ করতে এবং ব্যবসার প্রসার ঘটাতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE