মেজর সুনীল দত্ত দ্বিবেদী।
পথ দুর্ঘটনায় আহত তিন জনকে দেখেই নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন। তার পর তাঁদের নিয়ে যান স্থানীয় হাসপাতালে। এখানেই শেষ নয়। হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত স্ট্রেচার ছিল না। তাই এক জনকে পিঠে চাপিয়ে নিয়েছিলেন তিনি। সেই ভাবেই হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড পর্যন্ত নিয়ে যান আহতকে। উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক মেজর সুনীল দত্ত দ্বিবেদীর এহেন কাজে প্রশংসায় পঞ্চমুখ সব মহলই।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ফারুখাবাদের সাদার বিধানসভার বিধায়ক সুনীল বাড়ি ফেরার পথে দেখেন, ফতেহগড় যাওয়ার পথে দু’টি মোটরবাইক ও একটি সাইকেলের সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। জ্ঞান হারিয়ে রাস্তাতেই পড়ে রয়েছেন তাঁরা। তা দেখে দ্রুত আহতদের নিজের গাড়ি তুলে নেন বিধায়ক। নিয়ে যান স্থানীয় হাসপাতালে।
আরও পড়ুন: প্রতিবেশীর বেনামী সম্পত্তি ধরিয়ে দিলে পেতে পারেন কোটি টাকা
বর্ষায় কাদা জলে পা ভেজাতে নারাজ বিধায়ক সাধারণের কাঁধে চড়ছেন, আবার নিরাপত্তা রক্ষীদের কোলে চড়ে রাস্তা পার হয়ে মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছেন একাধিক বিধায়ক, সাংসদ, এমনকী মন্ত্রীরাও। তাঁদের মাঝেই যেন অনন্য নজির গড়লেন দ্বিবেদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy