তেজস যুদ্ধবিমান। ফাইল চিত্র।
মাটি থেকে ২০ হাজার ফুট উঁচুতে ভাসমান অবস্থায় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানে জ্বালানি ভরার পরীক্ষায় সফল হল ভারত।
নয়া প্রযুক্তিতে আকাশে অনেক ক্ষণ উড়তে পারবে ভারতের যুদ্ধবিমান। জ্বালানি শেষ হয়ে এলে তাকে মাটিতে নামিয়ে আনার দরকার নেই। আকাশেই ভরে দেওয়া যাবে প্রয়োজনীয় জ্বালানি।
এই অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষায় সফল হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক দুনিয়ার অভিজাত গ্রুপে নিজের জায়গা করে নিল ভারত। এই মুহূর্তে পৃথিবীর খুব কম দেশের কাছেই আকাশে ওড়া অবস্থাতেই যুদ্ধবিমানে জ্বালানি ভরার প্রযুক্তি আছে।
দেখুন ভিডিয়ো
Indian Air Force successfully carried out the first ever mid-air refuelling of the indigenously developed #Tejas MK 1 light combat aircraft. pic.twitter.com/HicK6suCeG
— PIB India (@PIB_India) September 11, 2018
আরও পড়ুন: নিজামদের সোনার টিফিন বাক্সেই প্রতি দিন খাবার খেত চোর!
মঙ্গলবার ছিল এর প্রথম সামরিক মহড়া। আর প্রথম পরীক্ষাতেই সাফল্যের সঙ্গে উতরে গেলেন ভারতের প্রযুক্তিবিদেরা। এর পর প্রয়োজনীয় শংসাপত্র মিললেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে এই মাঝ আকাশে জ্বালানি ভরার প্রযুক্তি।
আরও পড়ুন: মনমোহন না মোদী! দায় কার? পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে চলছে নজিরবিহীন তরজা
হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড আর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ প্রচেষ্টাতেই সফল হল এই মহড়া। গ্বালিয়র থেকে ২০ হাজার ফুট উঁচুতে ভারতীয় বায়ুসেনার একটি মালবাহী বিমান পৌঁছে যায় তেজস যুদ্ধবিমানের কাছে। তার পর সেখান থেকে তেজসে ভরে দেওয়া হয় ১৯০০ কেজি জ্বালানি।
(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy