Advertisement
০৪ অক্টোবর ২০২৪

রাহুলকে সভাপতি করতে বৈঠক

দলের কর্মসূচি অনুযায়ী ১৫ অক্টোবরের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। কংগ্রেসের সিংহভাগ নেতার আশা, তার আগেই রাহুলকে দলের সভাপতি করা হবে। এক বার সেই নেতৃত্বে আনুষ্ঠানিক সিলমোহর বসলে লোকসভায় একজোট হয়ে লড়বে বিরোধীরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৩:৫৪
Share: Save:

সভাপতি পদে রাহুল গাঁধীর অভিষেক ও লোকসভা ভোটের আগে বিরোধী জোটের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল কংগ্রেস। দলের সূত্রের মতে, মঙ্গলবার এই বৈঠক হবে। সাত মাস আগে কংগ্রেসের শেষ ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহন সিংহ ও এ কে অ্যান্টনি রাহুলকে সভাপতি করার ব্যাপারে সনিয়া গাঁধীর কাছে সুপারিশ করেছিলেন। দলের কর্মসূচি অনুযায়ী ১৫ অক্টোবরের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। কংগ্রেসের সিংহভাগ নেতার আশা, তার আগেই রাহুলকে দলের সভাপতি করা হবে। এক বার সেই নেতৃত্বে আনুষ্ঠানিক সিলমোহর বসলে লোকসভায় একজোট হয়ে লড়বে বিরোধীরা।

প্রায় দু’দশক ধরে কংগ্রেসের সভানেত্রীর পদে আছেন সনিয়া। ক’দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘উপযুক্ত সময়েই রাহুলকে সভাপতি করা হবে।’’ আনুষ্ঠানিক ভাবে না হলেও রাহুলই নিয়মিত সংগঠনের কাজ সামলাচ্ছেন। সংগঠনের খোলনলচে বদলে যে নতুন টিম তৈরি করছেন সনিয়া, তাতেও রাহুলের ঘনিষ্ঠদের জায়গা দেওয়া হয়েছে। তবে এখনও মোদী-বিরোধী মঞ্চে বিভিন্ন দলের নেতাদের এক ছাতায় তলায় আনতে সক্রিয় হচ্ছেন সনিয়াই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE