Advertisement
০৫ নভেম্বর ২০২৪
UTUC

বেতন-বোর্ড তৈরির দাবি

সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ জানান, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট আইন না-থাকায় ওই কর্মীদের মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা তাঁদের অধিকার, ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন।

Representative Image

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ০৪:৫০
Share: Save:

ইন্টারনেট নির্ভর গিগ, প্ল্যাটফর্ম কর্মীরা ন্যূনতম বেতনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ তুলে এবং বেতন-বোর্ড (‘ওয়েজ বোর্ড’) তৈরির দাবি জানিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং শ্রম দফতরের বেতন কমিটির চেয়ারম্যান গৌতম দেবের দ্বারস্থ হল শ্রমিক সংগঠন ইউটিইউসি। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ জানান, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট আইন না-থাকায় ওই কর্মীদের মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা তাঁদের অধিকার, ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন। ফলে, বেতন-বোর্ড তৈরি না-হলে এই পেশার সঙ্গে যুক্ত লক্ষাধিক কর্মী ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতেই থাকবেন। এই সূত্রে তামিলনাড়ুর একটি আইন এবং সে রাজ্যের বেতন-বোর্ডের উদাহরণের কথাও তুলে ধরেছে ইউটিইউসি।

অন্য বিষয়গুলি:

UTUC Gig economy Gig Workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE