৭০তম প্রজাতন্ত্র দিবসে যখন রাজপথ মাতিয়ে দিচ্ছেন দেশের কন্যারা, ঠিক তখনই দুবাইতে ভারতীয় দূতাবাসে ‘অ্যায় মেরে ওয়তন কে লোগো’ গেয়ে জমিয়ে দিল দেশেরই এক খুদে। তাতে কী? এমন দিনে তো বিশ্বের নানান প্রান্তে ভারতীয়রা গেয়েই থাকেন এই গান। কিন্তু ১২ বছর বয়স থেকেই ছোট্ট সুচেতা সতীশ ১০২ ভিন্ন ভিন্ন ভাষায় গান গাইতে পারে। এই বয়সেই সে নাম লিখিয়ে ফেলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও।