Advertisement
০৪ নভেম্বর ২০২৪

পরিত্যক্ত ব্যাগে মিলল গাঁজা

সম্তর্পণে ব্যাগ খুলে হতবাক বোমা নিষ্ক্রিয়ক বাহিনীর কর্মী। বিস্ফোরক কোথায়, ব্যাগে ঠাসা রয়েছে গাঁজার প্যাকেট! গত সন্ধেয় করিমগঞ্জের ঘাটলাইনের জনবহুল এলাকায় মিলেছিল পরিত্যক্ত ব্যাগটি।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০২:৩৭
Share: Save:

সম্তর্পণে ব্যাগ খুলে হতবাক বোমা নিষ্ক্রিয়ক বাহিনীর কর্মী। বিস্ফোরক কোথায়, ব্যাগে ঠাসা রয়েছে গাঁজার প্যাকেট!

গত সন্ধেয় করিমগঞ্জের ঘাটলাইনের জনবহুল এলাকায় মিলেছিল পরিত্যক্ত ব্যাগটি। বোমাতঙ্ক ছড়ায় শহরে। পুলিশ সেটি নিয়ে যায় সরকারি স্কুলের মাঠে। খবর পাঠানো হয় সেনাবাহিনীর কাছে। আজ সকালে ‘বোমা’ নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন মণিপুরের জিরিবাম থেকে আসা অসম রাইফেলস-এর ২৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সঙ্গে ছিল অসম পুলিশও।

সেনাবাহিনীর একটি স্নিফার ডগ কালো রঙের ব্যাগটি শুঁকে ইশারায় জানিয়ে দেয়, তাতে বারুদ জাতীয় কোনও সামগ্রী থাকা সম্ভাবনা কম। অসম পুলিশের এক এএসআই ব্যাগটি খোলেন। একটি প্যাকেট ছিল তাতে। সাবধানে প্যাকটটি খুললে উদ্ধার হয় প্রায় ৫ কিলোগ্রাম গাঁজা।

করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর জানান, শহরের বিভিন্ন এলাকা, জাতীয় সড়কে তল্লাশি চালানো হচ্ছে। চোরাপাচারের জন্যই ওই গাঁজা নিয়ে আসা হয়েছিল বলে অনুমান। সম্ভবত ধরা পড়ার আশঙ্কায় সে ব্যাগটি ফেলে পালায়।

অন্য বিষয়গুলি:

Marijuana Karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE