বাস টেনে তুলছেন ছাত্রীরা। ছবি: টুইটারের সৌজন্যে
‘মেয়েরা চাইলে কী না পারে?’ ‘একেই বলে নারীশক্তি’। ‘একটা নয়, আমাদের ১০০০ মেরি কম আছে।’— এমনই কমেন্ট উপচে পড়ছিল সোশ্যাল মিডিয়ার ইনবক্সে। সৌজন্যে টুইটারের একটা ছবি।
সেখানে দেখা যাচ্ছে, চড়াই পাহাড়ি রাস্তার মধ্যে কাদায় আটকে গিয়েছে একটি সাদা রঙের বাস। সেটি মোটা দড়ি দিয়ে টানছে স্কুলছাত্রীরা। দড়ি দিয়ে বাসটিকে বেঁধে পাহাড়ি পথে টেনে তোলার চেষ্টা করছে তারা। ছবিটি মণিপুরের একটি স্কুলের শিক্ষামূলক ভ্রমণের সময়ের ছবি। বাসে করে পড়ুয়াদের লোকটাক-এ বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়েই কাদায় আটকে যায় ছাত্রী বোঝাই স্কুল বাসটি। উপায়ন্তর না দেখে হাল ধরে ছাত্রীরাই। দড়ি দিয়ে বেঁধে বাসটিকে টেনে তোলে তারাই।
আরও পড়ুন: পাতে কোনও আমিষ পদ না পেয়ে বিয়েই বাতিল করলেন হবু বর!
ছবিটি টুইটারে পোস্ট করেছেন লায়াই বেমবেম নামের একজন। নীচে ক্যাপশনে লেখা, ‘‘লোকটাক ভ্রমণে এসেছিল মণিপুরের একদল ছাত্রী। কাদায় বাস আটকে যায়। ছাত্রীরাই সেটিকে উদ্ধার করে।’’
ছবিটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় সেটি। অনেকেই লেখেন, ‘‘নারী শক্তির কাছে কিছুই অসম্ভব নয়’’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy