Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National

হাইকোর্টে ধাক্কা খেলেন কেজরী, কেন্দ্রের হাতেই দিল্লির আইনশৃঙ্খলা

বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। লেফ্টেন্যান্ট গভর্নরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিল্লির নির্বাচিত সরকারের হাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের মামলাটি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল আপ সরকার। ফাইল চিত্র।

দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল আপ সরকার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১১:৫৪
Share: Save:

বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। লেফ্টেন্যান্ট গভর্নরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিল্লির নির্বাচিত সরকারের হাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের মামলাটি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। উপ রাজ্যপালকে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ মতো কাজ করার প্রস্তাবটিও খারিজ করে গিয়েছে আদালত।

দিল্লির পুলিশকে নিজেদের নিয়ন্ত্রনে রাখতে বারেবারেই কেন্দ্রে সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে দিল্লির আপ সরকার। সিএনজি সমস্যা থেকে ডিডিসিএ-র দুর্নীতি, বিভিন্ন বিষয়ে দিল্লির পুলিশ কমিশনার এবং উপ রাজ্যপালের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। এমনকী ডিডিসিএ নিয়ে উপ রাজ্যপাল নাজিব জঙ্গের সঙ্গে আলোচনা না করেই তদন্ত কমিটি তৈরি করেন কেজরী। বৃহস্পতিবার দিল্লি সরকারের সেই তদন্ত কমিটিকেও অবৈধ আখ্যা দিল হাইকোর্ট।

হাইকোর্টে হারলেও আপ যে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তা স্পষ্ট করেছেন আপ নেতা আশুতোষ। কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে আশুতোষ বলেন, “দিল্লির নির্বাচিত সরকারকে বরখাস্ত করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। তবে এই ধরনের বিষয়ে শেষ কথা বলবে সুপ্রিম কোর্টই। আমরা সে দিকেই তাকিয়ে আছি।”

আরও পড়ুন:
ধৃত দুই আপ বিধায়ক, মোদীকে বিঁধলেন কেজরীবাল

অন্য বিষয়গুলি:

AAP Arvind Kejriwal Delhi HighCourt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE