হট্টগোলটাই লোকসভার চেনা ছবি। তবে এ বারে বিষয়টা একটু আলাদা। এ বারে হট্টগোলের কেন্দ্রে স্বয়ং স্পিকার সুমিত্রা মহাজন। হট্টগোল তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে।
সুমিত্রাদেবী গত ৫ বছর ধরে সরকারি তরফে টয়োটা ব্যবহার করতেন। এ বার তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছে জাগুয়ারের। যার আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ২৫ হাজার টাকা। আগামী সোমবার গাড়িটি সুমিত্রাদেবীর বাসভবনে পৌঁছনোর কথা।
আর নিয়েই এখন শুরু হয়েছে জোর সমালোচনা। কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারি কটাক্ষ করে বলেছেন, ‘‘অন্য কারও বিকাশ হোক না হোক, স্পিকার নিজের বিকাশ করে ফেলেছেন।’’ তাঁর মতে, দেশের এই আর্থিক সময়ে বিলাসী গাড়িতে চড়ার আগে নতুন করে তাঁর আরও একবার ভাবা উচিত। এই সময়ে অযথা খরচ বাড়ানো নিরর্থক।
আরও পড়ুন: কৃষিতে শিবরাজকে আনতে চান মোদী
লোকসভার সচিব ডিকে ভাল-কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বিরোধী রাজনৈতিক দলের আনা অভিযোগে আমল দেননি। উল্টে জানান, স্পিকারের যে নিরাপত্তার প্রয়োজন এবং তাঁর গাড়ির জন্য যে টাকা ধার্য রয়েছে তাতে জাগুয়ার সবচেয়ে সস্তা। তিনি বিএমডব্লিউ গাড়িও ব্যবহার করতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy