শরদ পওয়ার। ফাইল চিত্র।
রাহুল গাঁধী নন, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দের তালিকায় রয়েছেন তিন জন— তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এবং মায়াবতী। এক সাক্ষাত্কারে এমনই জানালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এনডিএ যদি লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তা হলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেশি পছন্দ করবেন? তখনই পওয়ার তাঁর এই তিন পছন্দের কথা অকপটে জানান।
কেন এই তিন জনকেই বেছে নিলেন তিনি? এ বারও পওয়ারের স্পষ্ট জবাব, যে তিন জনকে তাঁর পছন্দের তালিকায় রেখেছেন তাঁদের প্রত্যেকেরই নিজ নিজ রাজ্যে সরকার চালানো এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। আর সে কারণেই তাঁর পছন্দের তালিকায় মায়া-মমতা-নায়ডু! এ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর উদাহরণও টেনে আনেন পওয়ার। বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।” পাশাপাশি এটাও বলেন, “এ বার এনডিএ কোনও ভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সে রকম কোনও সম্ভাবনাও নেই। তাই পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাল ভাবেই সমলাতে পারবেন মায়া, মমতা বা নায়ডু।”
শরদের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, তা হলে কি রাহুল গাঁধীর থেকে এঁরা ভাল প্রশাসক? যদিও এ বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি শরদ। পাল্টা বলেন, রাহুল নিজেই বার বার দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নন। আর সে কারণেই রাহুলের নামটা তিনি বাদ দিয়েছেন। এর পিছনে অন্য কোনও যুক্তি খোঁজা অনর্থক বলেও মন্তব্য করেন পওয়ার।
আরও পড়ুন: গুজরাত দাঙ্গা, গোধরা ভুলে গিয়েছ? মমতার তিরে মোদী
আরও পড়ুন: ৩১ হাজারে বাইক! নিয়ে এল শাওমি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy