আকবরউদ্দিন ওয়েইসি এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
নির্বাচনী প্রচারে তিন তালাকের উল্লেখ। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ আকবরউদ্দিন ওয়েইসির।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর নেতা প্রশ্ন তোলেন, ‘‘মুসলিম মহিলাদের নিয়ে এত চিন্তা মোদীর। নিজের স্ত্রীকে প্রাপ্য অধিকার দিয়েছেন কি উনি?’’
সোমবার হায়দরাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিন তালাক প্রসঙ্গ টেনে বলেন, ‘‘তিন তালাক বিল যখন পাশ হল, কম কুকথা শুনতে হয়নি আমাকে। তিন তালাক নিয়ে এখনও আতঙ্কে রয়েছেন যে মহিলারা, তাঁদের কাছে আমার আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন। এই ধরনের ভয়ঙ্কর প্রথা থেকে আপনাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।’’
আরও পড়ুন: ২২ লক্ষ শূন্যপদে চাকরি, গরিবদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের
আরও পড়ুন: ভারতের এ-স্যাট পরীক্ষা ‘ভয়ঙ্কর’ বলল নাসা! আশঙ্কা, টুকরোর আঘাত লাগতে পারে মহাকাশ স্টেশনে
মোদীর এই প্রতিশ্রুতিতেই চটেছেন আকবরউদ্দিন ওয়েইসি। প্রধানমন্ত্রীর উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘মুসলিম বোন ও মেয়েদের বিবাহ বিচ্ছেদ নিয়ে বড্ড চিন্তা দেখছি আপনার। কিন্তু আপনি নিজের স্ত্রীকে তাঁর প্রাপ্য অধিকারটুকু দিয়েছিলেন কি?’’
ওল্ড সিটির উন্নয়নের পথে এমআইএম সবচেয়ে বড় বাধা বলেও সোমবার অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রত্যুত্তরে মহাকাশে উপগ্রহ ধ্বংসকারী মিশন শক্তির সাফল্য টেনে আনেন আকবরউদ্দিন। তিনি জানান, ‘‘মোদী বোধহয় ভুলে যাচ্ছেন যে, হায়দরাবাদের এই ওল্ড সিটিতেই ডিআরডিওর দফতর। সেখান থেকেই উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের সফল উত্ক্ষেপণ হয়েছে।’’ ‘চা-ওয়ালা’ থেকে ‘চৌকিদার’ হয়েছেন মোদী। তাঁর পক্ষে এতকিছু জানা সম্ভব নয় বলেও কটাক্ষ করেন আকবরউদ্দিন।
(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy