ডারউইন বলেছেন, যোগ্যতমের উদ্বর্তন। অধুনা নেটমাধ্যমে তোলপাড় ফেলা ভিডিয়ো যেন সেই কথারই ‘অডিও-ভিজুয়াল’ পরিবেশনা।
স্বাধীনতা দিবসের দিন পেশায় বন আধিকারিক সাকেত বাদোলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ প্রমাণ মাপের একটি গরুর টুঁটি কামড়ে আছে। দু’টি প্রাণীর মাঝে একটি লোহার ব্যারিকেড। গরুটি প্রাণপণ চেষ্টা করছে চিতাবাঘটিকে ঝেড়ে ফেলতে। কিন্তু বেকায়দায় পড়েও প্রবল শক্তিতে গরুর টুঁটি কামড়ে রয়েছে চিতাবাঘটি।
On display, the tremendous jaw strength of Leopard !!@susantananda3 @surenmehra @SudhaRamenIFS @PraveenIFShere pic.twitter.com/XWdG9tJz9F
— SAKET (@Saket_Badola) August 15, 2022
অনেক ক্ষণ পর্যন্ত গরুটি মরিয়া হয়ে নিজেকে কামড় থেকে ছাড়ানোর চেষ্টা করে যায় এবং এক সময় হাল ছেড়ে দেয়। মুহূর্তে লোহার ব্যারিকেডের তলা দিয়ে গরুটিকে নিয়ে উধাও হয়ে যায় চিতাবাঘটি।
এই ভিডিয়ো দেখে হতবাক সকলেই। তবে ঘটনাটি কোথাকার, তা জানা যায়নি।