Advertisement
E-Paper

নির্মাণ ও পরীক্ষা শেষ, প্রধানমন্ত্রী মোদী আগামী ১৯ এপ্রিল উদ্বোধন করবেন বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) অন্তর্গত এই সেতুর উচ্চতা সমূদ্রপৃষ্ঠ থেকে এই রেলসেতুর ১৩১৫ মিটার। প্রায় ৪৯০ মিটারের সেতুটি ইউএসবিআরএল রেল প্রকল্পের ৯২৭টি সেতুর মধ্যে তৃতীয় দীর্ঘতম।

চন্দ্রভাগা নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু।

চন্দ্রভাগা নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। ছবি পিটিআই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ০০:০৭
Share
Save

নির্মাণ এবং প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করবেন। সোমবার এ কথা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী তথা সে রাজ্যের বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ।

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) অন্তর্গত এই সেতুর উচ্চতা সমূদ্রপৃষ্ঠ থেকে এই রেলসেতুর ১৩১৫ মিটার। প্রায় ৪৯০ মিটারের সেতুটি ইউএসবিআরএল রেল প্রকল্পের ৯২৭টি সেতুর মধ্যে তৃতীয় দীর্ঘতম। জম্মু থেকে উত্তরে কাটরা হয়ে দুর্গম পার্বত‍্য পথ বেয়ে উপত‍্যকার প্রবেশপথে রয়েছে সেতু লাগোয়া উচ্চতম স্তম্ভটি। উপত‍্যকার প্রবেশদ্বার রিয়াসি স্টেশনের একাংশও ওই ১০৫ মিটারের স্তম্ভ বহন করছে।

অঞ্জি নালার উপরে তৈরি কংক্রিটের ওই অতিকায় স্তম্ভের চারপাশের পাথর আলাদা করে ইস্পাতের জাল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। যাতে বৃষ্টি বা ধসের কারণে স্তম্ভের ভিতের মাটি আলগা না হয়ে যায়। সেতু নির্মাণের সঙ্গে জড়িত প্রযুক্তিবিদদের দাবি, মাঝারি মাত্রার বিস্ফোরণেও ক্ষতি হবে না এই সেতুর। কারণ, নাশকতা প্রতিরোধের দিকটিতে বিশেষ ভাব নজর দেওয়া হয়েছে। তা ছাড়া এই সেতুর নিজস্ব নিরাপত্তাবেষ্টনীও থাকবে। সেতুটি রিখটার স্কেলের ৮ ম্যাগনিচ্যুড পর্যন্ত তীব্রতার ভূমিকম্পও সহ্য করতে পারবে বলে জানিয়েছিলেন তাঁরা। ওই রেল সেতু তৈরি করতে আনুমানিক ২৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রের খবর।

PM Narendra Modi Jammu and Kashmir Chenab Bridge

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}