তেজপ্রতাপ যাদব।— ফাইল চিত্র।
‘চায়ে পে চর্চা’র বদলা ‘টি উইথ তেজ’। দুয়েরই উদ্দেশ্য জনসংযোগ।
প্রথমটির প্রবক্তা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দ্বিতীয়টির লালুপুত্র তেজপ্রতাপ যাদব।
লালুপ্রসাদের অনুপস্থিতিতে তেজই এখন দলের ‘মসিহা’। দলের জনসংযোগ বাড়ানোর জন্য চালু করছেন ‘টি উইথ তেজ’। আর সেই ‘টি উইথ তেজ’ প্রচারে স্বাভাবিক ভাবেই মোদীকে নিশানা করলেন লালুপুত্র। তেজ প্রতাপের হুঙ্কার, ‘‘এবার আমরা আর প্রধানমন্ত্রীকে দুধ দেব না। দেখি কী করে উনি ‘চায়ে পে চর্চা’র জন্য চা তৈরি করতে পারেন? চা বানাতে এবার তাঁকে বেশ কষ্টই পেতে হবে।’’
আরও পড়ুন: গো রক্ষার নামে গুন্ডামি নয়, সরব শীর্ষ আদালত
বিহারে মহাজোট জোট ভেঙে যাওয়ার পর থেকে কার্যত এক ঘরে হয়ে পড়েছে আরজেডি। নীতীশ কুমারের মোদী ঘনিষ্ঠতা যত বেড়েছে ততই সুর চড়িয়ে আরজেডি। ইতিমধ্যেই পশুখাদ্য কেলেঙ্কারিতে নাভিশ্বাস উঠেছে দলের। আদালতের রায়ে জেলে যেতে হয়েছে লালুপ্রসাদ যাদবকে। পরিস্থিতি বুঝে নিজেদের রাজনৈতিক অস্থিত্ব বজায় রাখতে তৃতীয় মোর্চার কাছাকাছি আসার চেষ্টা করেছে আরজেডি। লালুপুত্র তেজপ্রতাপ এবং তেজস্বী ক্রমে সুর চড়িয়েছেন বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।
আরও পড়ুন: ১১ জানলা, ১১ রড, ১১ পাইপ, রহস্য কাটছে না ‘আত্মঘাতী’ ১১ জনকে নিয়ে!
আর তাই পটনায় হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে জন সংযোগের নতুন পথ নিয়েছেন তেজ। চালু করেছেন ‘টি উইথ তেজ’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy