Know about India's first robot police in Kerala dgtl
National news
দেশের প্রথম রোবট পুলিশকে ঘুষের প্রস্তাব! উত্তরে চমকে দিল ‘কেপি-বট’
যন্ত্র বা কোনও সাধারণ রোবট ভেবে ভুল করবেন না একে। কারণ শুধু বেশেই নয়, কাজেও একজন পুরোমাত্রার পুলিশকর্মী ইনি।
সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরমশেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
যন্ত্র বা কোনও সাধারণ রোবট ভেবে ভুল করবেন না একে। কারণ শুধু বেশেই নয়, কাজেও একজন পুরোমাত্রার পুলিশকর্মী ইনি।
০২০৮
এই প্রথম ভারতে রোবট পুলিশ নিয়োগ হল। নিয়োগ করল কেরল পুলিশ। নাম কেপি-বট।
০৩০৮
কেরল পুলিশ ডিপার্টমেন্টের টেকনোলজিক্যাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার অর্থাত্ কেরল পুলিশ সাইবারডোম এই রোবট বানিয়েছে।
০৪০৮
কী কাজ করবে এই রোবট? না, দৌড়ে চোর ধরতে পারবে না ঠিকই। তবে পুলিশের প্রায় সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করে ফেলবে একাই।
০৫০৮
যেমন ধরুন, কাউকে গাইড করা, রিসেপশনে কে ঢুকছে-বেরচ্ছে, তাঁদের নাম এন্ট্রি করা, পুলিশ কর্তাদের অ্যাপয়নমেন্ট ঠিক করা। এ সবই একা সামলে নেবে কেপি-বট। এমনকি কেপি-বটের মুখে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা লাগানো রয়েছে। যা মুখের ছবি তুলে রাখতে সক্ষম।
০৬০৮
কেরল পুলিশের তরফে জানানো হয়েছে, কেপি-বটের প্রযুক্তি আরও উন্নত করা হবে। তার ফলে দুষ্কৃতীদের চিনে তাদের থানায় ঢোকা থেকে আটকাতেও সক্ষম হবে রোবট পুলিশ।
০৭০৮
মঙ্গলবার দেশের প্রথম রোবট পুলিশের উদ্বোধন করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তখন এক পুলিশ অফিসার মজা করে কেপি-বটকে বলেন, ‘আমি কি তোমায় ঘুষ দেব?’ প্রত্যুত্তরটাও পোড় খাওয়া পুলিশের মতোই দেয় সে।
০৮০৮
কেপি-বট ওই পুলিশ অফিসারকে জবাব দেয়, তার ছবি এবং কথা রেকর্ড করা রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।