তালিব হুসেন।- ফাইল চিত্র।
কাঠুয়ায় খুন ও গণধর্ষণের ঘটনার ন্যায্য বিচারের দাবিতে যিনি আইনজীবীদের বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন, সেই মানবাধিকার কর্মী তালিব হুসেনকে গ্রেফতার করা হল ধর্ষণের অভিযোগে। দক্ষিণ কাশ্মীরের ত্রালে বুধবার গ্রেফতার করা হয় তালিবকে। বৃহস্পতিবার তাঁকে তোলা হচ্ছে আদালতে।
জম্মুর সাম্বা থানায় তালিবের বিরুদ্ধে গত মঙ্গলবার ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়। এক মহিলার অভিযোগ, মাসদেড়েক আগে চাড়ওয়ার অরণ্যে গরু চরানোর সময় তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তালিব। কাউকে সে কথা জানালে ওই মহিলাকে খুন করা হবে বলে হুমকি দেন তালিব।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রণবীর দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা (ধর্ষণ) ও অস্ত্র আইনের ৪/২৫ নম্বর ধারায় মামলা রুজু করেছে তালিবের বিরুদ্ধে। তালিব নিজেও এক জন আইনজীবী।
আরও পড়ুন- সিবিআই তদন্তের দাবি খারিজ, কাঠুয়া মামলা পঠানকোটে সরাল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন- কাঠুয়ার দীপশিখা
কাঠুয়ার বাকেরওয়ালে ৮ বছরের একটি মেয়েকে গণধর্ষণ ও খুনের ঘটনার পর প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা কাশ্মীর উপত্যকায়। ন্যায্য বিচারের দাবিতে ওই সময় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন তালিব ও আইনজীবী দীপিকা সিংহ রাজাওয়াত। তাঁদের বিক্ষোভে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছিল আদালতে। কেউ যাতে অভিযুক্তদের পক্ষ সমর্থন করে আদালতে না লড়েন, সে ব্যাপারে জম্মু আদালতের আইনজীবীদের সংগঠিত করেছিলেন তালিব ও দীপিকা। মামলার ন্যায্য বিচার ও অভিযোগকারীদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ওই মামলা পঠানকোটে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
কেন ‘ঘটনা’র মাসদেড়েক পর থানায় লিখিত অভিযোগ জানানো হল?
এফআইআরে ওই মহিলা লিখেছেন, ‘‘কাউকে বললে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। আজ আমি স্বামীকে সব খুলে বলি। তার পরেই থানায় আসি অভিযোগ জানাতে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy