হামলার পর কাবুলের গুরুদ্বার। ছবি— পিটিআই।
কাবুলের গুরুদ্বারে জঙ্গি হানার প্রেক্ষিতে অগ্রাধিকারের ভিত্তিতে শতাধিক শিখ ও হিন্দু ধর্মাবলম্বীকে ই-ভিসা দিয়েছে ভারত সরকার। শনিবার কাবুলের বাগ-ই-বালা এলাকার কার্তে পারওয়ান গুরুদ্বারে জঙ্গি হামলায় এক শিখ-সহ দু’জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়েছে গোটা এলাকা।
কয়েকটি আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর, গুরুদ্বারে হামলায় দায় নিয়েছে আইসিস। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (বর্তমানে নিলম্বিত) মন্তব্যের পাল্টা হিসেবে আইএস গুরুদ্বারে হামলা চালায়। গুরুদ্বার পাহারার দায়িত্বে থাকা তালিবান নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময়ের পর তিন হামলাকারীর মৃত্যু হয়।
Thanks to @MEAIndia for issuing prompt 111 EVisas to #AfghanSikhs Rest in process. Plans underway to evacuate them. We commit to rehablitate them under our already running programme for #afghanrefugees "My Family My Responsibilty"@wpoindia
— @vikramsahney (@vikramsahney) June 19, 2022
এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নিন্দা করে টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এই অবস্থায় সে দেশে বসবাসকারী শিখ ও হিন্দু নাগরিকদের ভারতে আনার জন্য ই-ভিসা মঞ্জুর করা শুরু করেছে মোদী সরকার। বিশ্ব পঞ্জাবী অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সভাপতি বিক্রম সাহানি এই খবর দিয়েছেন। ভারত সরকারের তরফে ভবিষ্যতেও এমন পদক্ষেপ করা হবে বলে তিনি দাবি করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy