বিশ্বের বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে ব্যাঙ্কিং শিল্পকে উদ্ভাবনে আরও জোর দিতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার স্টেট ব্যাঙ্কের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের সূচনায় আয়োজিত অনুষ্ঠাতে তাঁর বার্তা, এসবিআই সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি।
১৯৫৫ সালে সংসদীয় আইন অনুসারে তৈরি হয়েছিল স্টেট ব্যাঙ্ক। বর্তানে গ্রাহক ৫০ কোটির বেশি। রয়েছেন প্রায় ২.৩৭ লক্ষ কর্মী। ব্যবসা ৮৭ লক্ষ কোটি টাকার। মন্ত্রীর মতে, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের বৃহত্তম ব্যাঙ্কটি পৃথিবীর প্রায় ৫.৬% মানুষকে পরিষেবা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পাল্টাতে পেরেছে। এখন প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে সকলের কাছে পরিষেবা পৌঁছতে তৈরি ব্যাঙ্কটি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)