আবার চমক। আবার বিপ্লব! ‘নিখরচা’য় ফোর-জি ফোন দেওয়ার কথা ঘোষণা করলেন মুকেশ অম্বানী।
বহু প্রতীক্ষিত রিলায়েন্স নতুন জিও ফোনের হ্যান্ডসেটটি প্রকাশ্যে আনলেন জিও-র কর্ণধার। সংস্থার ৪০-তম বার্ষিক সম্মেলনে এই ৪জি ফিচারের ফোনটির আত্মপ্রকাশের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ দিন মুকেশ অম্বানী জানান, ফোনটি কিনতে হলে প্রথমে ১৫০০ টাকা জমা দিতে হবে। পরে ওই পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন গ্রাহকরা। অর্থাত্, জিও-র নতুন এই ফোনটি মিলবে বিনামূল্যেই।
এই ফোনে মিলবে ফোর-জির সমস্ত সুযোগ সুবিধা। ভারতের ৫০ কোটি ফিচার ফোন ইউজারের হাতে নতুন ফোনটি তুলে দিতে চান অম্বানী। আগামী ১৫ অগস্ট থেকে ফোনটির ট্রায়াল রান শুরু হবে দেশের মেট্রো শহরগুলিতে। ফোনটি প্রি-বুক করতে পারবেন ২৪ অগস্ট থেকে।
#RILat40
— Reliance Jio (@reliancejio) July 21, 2017
...we plan to collect a fully refundable, one-time, security deposit of Rs 1,500 with every #JioPhone: Mukesh Ambani
#RILat40
— Reliance Jio (@reliancejio) July 21, 2017
The JioPhone will be available for user testing in beta from 15th August and for pre-booking from 24th August: Mukesh Ambani
ফোর-জি নেটওয়ার্কে এখন দেশের এক নম্বরে জিও। ট্রাইয়ের রিপোর্ট এমনটাই বলছে। ট্রাইয়ের শেষ তিন মাসের রিপোর্ট অনুযায়ী, ডাউনলোড ডেটা স্পিডের নিরিখে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়ার মতো অন্যতম প্রধান টেলিকম সংস্থার নেটওয়ার্ককে টেক্কা দিয়ে একেবারে উপরে রয়েছে জিও। এর পাশাপাশি একাধিক আকর্ষণীয় ডেটা অফারের হাত ধরে দেশের টেলিকম দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক হয়ে উঠেছে। তাই ২৪ অগস্টের পর টেলিকম বাজারের সিংহভাগই জিও-র দখলে চলে আসবে বলে মনে করছেন অনেকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy