তেজস্বীর ছবি নিয়ে তুলকালাম পটনার রাজনীতি।
অচেনা এক মহিলার পাশে দাঁড়িয়ে লালুপ্রসাদের ছোট ছেলে, পিছনে পানীয়ের বোতল— শুক্রবার এমনই ছবি দেখাতে সাংবাদিক বৈঠক ডেকেছিল জেডিইউ। দলের তিন মুখপাত্র সঞ্জয় সিংহ, নীরজ কুমার, নিখিল মণ্ডল হাজির ছিলেন সেখানে। তাঁরা বলেন, ‘‘বিহারের যুব সমাজের আর্দশ হিসেবে দাবি করা তেজস্বী যাদবের এই রঙ দেখে আমরা অবাক। বাবা লালুপ্রসাদের কাছ থেকে কী এমনই সংস্কার পেয়েছেন তিনি?’’
আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের মঞ্চে সভা যশবন্তের
এ দিন দুপুরেই সাংবাদিকদের ডেকে পাল্টা জবাব দেন তেজস্বী। তিনি বলেন, ‘‘ওই ছবি আমার রাজনীতিতে আসার আগের। সম্ভবত আইপিএলের সময় কোনও পার্টিতে তোলা হয়েছিল।’’ পাশে কোনও মহিলার ছবি থাকলেই কারও বিষয়ে এমন মন্তব্য করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন লালু-তনয়। তিনি বলেন, ‘‘বিহারে দুর্নীতি এবং বেআইনি মদের ব্যবসার কথা বারবার সামনে তুলে ধরছে আরজেডি। তাতে নীতীশ কুমারের ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে। সে জন্যই আমার বিরুদ্ধে এমন প্রচার করা হচ্ছে।’’ কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মদ ব্যবসায়ীর নিজস্বী প্রকাশ করে আরজেডি। তা নিয়ে তুমুল বিতর্ক ছড়ায় রাজ্যে। রাকেশ সিংহ নামে ওই ব্যক্তি জেডিইউয়ের ব্লক স্তরের নেতা ছিলেন। তড়িঘড়ি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy