দেশ জুড়ে ২ সেপ্টেম্বরের ধর্মঘট এড়াতে এ বার শ্রমিকদের বোনাস বাড়ানোর প্রস্তাব দিল নরেন্দ্র মোদী সরকার।
আজ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে সরকার এই প্রস্তাব দিয়েছে। এখন ১০ হাজার টাকার নিচের বেতনের শ্রমিকরাই শুধু বোনাস পান। এ বার তা বাড়িয়ে ২১ হাজার করা হবে। একই ভাবে বোনাসের পরিমাণও ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে। এই প্রস্তাব দিয়ে শ্রমিক সংগঠনগুলিকে ধর্মঘট প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামিকাল শ্রমিক সংগঠনগুলি এ বিষয়ে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়ে মোদী সরকার চিন্তাভাবনা করছে। এর পরে আজ বোনাস বাড়ানোর প্রস্তাব সামনে এল। তবে শ্রম সংগঠনের চাপের মুখেও শ্রম আইনের সংস্কারের পথ থেকে সরছে না সরকার। টিইউসিসি নেতা এস পি তিওয়ারি বলেন, ‘‘সরকার শ্রম আইনের সংস্কার স্থগিত করতে রাজি নয়।’’ এ নিয়ে সঙ্ঘ-পরিবারের শ্রমিক সংগঠন বিএমএস-ও সরব হয়েছে। বিএমএস নেতৃত্বের মতে, সরকার শ্রম আইনের সংস্কার স্থগিত রাখার প্রতিশ্রুতি
দিলে ধর্মঘট প্রত্যাহার করা সম্ভব। কিন্তু বাম শ্রমিক নেতারা এখনও ধর্মঘটে অনড়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy