তাঁর অপরাধটা কোথায়? প্রশ্ন তুলছেন নভজোৎ সিংহ সিধু। তাঁর মনে এখন অনেক প্রশ্ন।
প্রশ্ন আমাদেরও অনেক। উত্তর মিলছে না।
কৃষ্ণসার হরিণ হত্যায় সলমন খান বেকসুর খালাস পেলেন। তিনি করেননি, কিন্তু কে বা কারা হত্যা করল? নাকি কোনও কৃষ্ণসার হরিণের হত্যাই হয়নি? ফুটপাথবাসীদের গাড়ি চাপা দেওয়ার ঘটনাতেও সলমন খালাস পেয়েছিলেন। কিন্তু কে তা হলে চাপা দিয়েছিল? নাকি কেউ চাপাই পড়েনি আসলে কোনও দিন? সানি পার্কের জন্মদিনের পার্টি চলাকালীনই যে কিশোর হঠাৎ ওই ভাবে মারা গেল, তার মৃত্যু কী ভাবে হল? পুলিশ দুর্ঘটনার কথা বলছে, মা মানতে চাইছেন না কেন? কেন বারবার উঠছে প্রভাবশালী প্রসঙ্গ? নরসিংহ যাদব ডোপ টেস্টে ব্যর্থ হলেন, ফেডারেশন বলল, চক্রান্ত। কেন? সুশীল কুমারের সুরটা উল্টো কেন?
রাম-রহিম-শ্যাম-ইসমাইলের বেলায় এই প্রশ্নগুলোর অবকাশই ওঠে না। কেন? সত্যের সঙ্গে নাম-দাম-প্রভাব-প্রতিপত্তির কোনও সম্পর্ক থাকে? সত্য এই সবের ঊর্ধ্বে নয়? যেমনটা জেনে এসেছি? যদি না হয়, অন্তত একটা ক্ষেত্রেও, প্রশ্নটা উঠবে না?
অমোঘ সেই প্রশ্ন। কেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy