Advertisement
০২ নভেম্বর ২০২৪

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ লড়াই চানুর

আগামী কাল মণিপুরে দ্বিতীয় ও শেষ পর্যায়ের ভোটে প্রধান লড়াই থৌবালে, মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ বনাম ইরম শর্মিলা চানু।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৪:০৭
Share: Save:

আগামী কাল মণিপুরে দ্বিতীয় ও শেষ পর্যায়ের ভোটে প্রধান লড়াই থৌবালে, মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ বনাম ইরম শর্মিলা চানু। শর্মিলার পাশাপাশি পিআরজেএর হয়ে প্রথম সংখ্যালঘু মহিলা প্রার্থী হিসেবে, সব ফতোয়া নস্যাৎ করে ওয়াংগাবি কেন্দ্রে লড়তে নেমেছেন নাজিমা বিবিও।

প্রথম পর্যায়ে নজিরবিহীন ৮৬ শতাংশের বেশি ভোট পড়েছে রাজ্যে। আগামী কাল ২২টি কেন্দ্রের ১১৫২টি বুথে ভোট। লড়ছেন ৯৮ জন প্রার্থী। কালকের ভোটে গুরুত্বপূর্ণ নাগা অধ্যূষিত পার্বত্য মণিপুরের রাজনীতিও। রাজনৈতিক অঙ্কের চেয়েও অবশ্য আগামী কালের ভোটে আবেগই বেশি কাজ করছে। গত কালই হাইকোর্ট নাগা সংগঠনের অর্থনৈতিক অবরোধকে বেআইনি ঘোষণা করেছে। নাগা বনাম মণিপুরিদের লড়াইকে বিভিন্ন ভাবে কাজে লাগাতে চাইছে সব রাজনৈতিক দলই। তার মধ্যে পার্বত্য মণিপুরের পাঁচ জেলায় এগিয়ে এনডিএ শরিক নাগা পিপলস ফ্রন্ট। মণিপুরে সরকার গড়ার অঙ্কে এনপিএফের জয় ও শাসক কংগ্রেসের সম্পর্কে মানুষের প্রতিষ্ঠান-বিরোধিতার মনোভাবেই বেশি ভরসা রাখছে বিজেপি।

অন্য বিষয়গুলি:

Chief Minister Irom Chanu Sharmila
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE