প্রার্থী হিসেবে দেহরক্ষী পেয়েছিলেন ইরম শর্মিলা চানু। কিন্তু দেহরক্ষী ফিরিয়ে দিলেন তিনি। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব জে সুরেশ বাবু জানান, নির্বাচন কমিশনের কথা মেনে, চানুর জন্য ছ’জন দেহরক্ষী পাঠানো হয়। কিন্তু শর্মিলা জানান, তাঁর কোনও শত্রুই নেই। দারিদ্র্য ও অনুন্নয়নে প্রথম সারিতে থাকা মণিপুরের প্রথম পর্যায়ের নির্বাচনে ১৭টি দলের ১৬৭ জন প্রার্থীর মধ্যে ৫৪ জনই কোটিপতি। তাঁদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলাও। কোটিপতির নিরিখে অবশ্য গত দেড় দশক ধরে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসই এগিয়ে। ৩৭ জন কংগ্রেস প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ এক কোটি ৭৩ লক্ষ। তার মধ্যে ২১ জনই কোটিপতি। রাজ্যের ধনীতম প্রার্থী নাগা পিপলস ফ্রন্টের সেফু হাওকিপ। তাঁর ১৩ কোটি টাকার সম্পত্তির হিসেব পাওয়া গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy