Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National news

ডলারের সঙ্গে দৌড়ে পিছিয়ে টাকা, হু হু করে কমছে দেশের বিদেশি মুদ্রাসঞ্চয়

দৌড়ে এঁটে উঠতে না পেরেই সঞ্চয় ভেঙে মার্কিন ডলার বেচতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তার ফলে, সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয় (ফরেক্স)-এর পরিমাণ ৪০ হাজার কোটি ডলারেরও নীচে নেমে গিয়েছে। তার আগের সপ্তাহেও কমেছিল বিদেশি মুদ্রা সঞ্চয়ের ভাঁড়ারে থাকা মার্কিন ডলারের পরিমাণ।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৮
Share: Save:

সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয়ের ভাঁড়ার বেশ কিছুটা হাল্কা হয়ে গিয়েছে।

দৌড়ে এঁটে উঠতে না পেরেই সঞ্চয় ভেঙে মার্কিন ডলার বেচতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তার ফলে, সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয় (ফরেক্স)-এর পরিমাণ ৪০ হাজার কোটি ডলারেরও নীচে নেমে গিয়েছে। তার আগের সপ্তাহেও কমেছিল বিদেশি মুদ্রা সঞ্চয়ের ভাঁড়ারে থাকা মার্কিন ডলারের পরিমাণ।

বিশেষজ্ঞরা বলছেন, যে ভাবে উত্তোরত্তর মার্কিন ডলারের নিরিখে পড়ছে ভারতীয় মুদ্রার দাম, তাতে আন্তর্জাতিক বাজারে টাকাকে জিইয়ে রাখতে মার্কিন ডলারের 'লক্ষ্মীর ভাঁড়ার' ভাঙা ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না রিজার্ভ ব্যাঙ্কের সামনে।

আরও পড়ুন- ডলারের সাপেক্ষে টাকার দামে রেকর্ড পতন​

আরও পড়ুন- তেলে আগুন, ঘুম কেড়েছে টাকাও, শনিবার বৈঠকে বসতে পারেন মোদী​

ডলারের সঙ্গে দৌড়ে এই সপ্তাহের গোড়ায় ভারতীয় মুদ্রার দাম নেমে যায় ৭৩ টাকায়। যার অর্থ, এক ডলার কিনতে খরচ করতে হচ্ছিল ৭৩ টাকা। তার পর অবশ্য টাকার 'মান' কিছুটা বেড়েছে। শুক্রবার ভারতীয় মুদ্রার দাম ডলারে নিরিখে গিয়ে দাঁড়ায় ৭১ টাকা ৮৪ পয়সায়।

অন্য বিষয়গুলি:

Forex RBI India আরবিআই
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE