Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National news

শিল্পীদের তাড়িয়ে ভারত-পাক সমস্যা মিটবে না, এ বার সরব সইফ

সইফের স্পষ্ট কথা, ‘‘শিল্পীদের বয়কটের মধ্যে ভারত-পাক সমস্যার সমাধান লুকিয়ে নেই। উল্টে পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদানে বাধা সৃষ্টির বদলে সরকারের উচিত তাতে উৎসাহ দেওয়া। এই আদানপ্রদানে হস্তক্ষেপ করা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্ত ট্যালেন্ট ফোরামে বাধা সৃষ্টি করা।’’

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫২
Share: Save:

কর্ণ জোহর, অনুরাগ কাশ্যপদের দলে যোগ দিলেন সইফ আলি খান। সওয়াল করলেন ভারত-পাক পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদানের পক্ষে। পাশে দাঁড়ালেন এ দেশে কাজ করতে আসা পাক অভিনেতা, অভিনেত্রীদের। সইফের স্পষ্ট কথা, ‘‘শিল্পীদের বয়কটের মধ্যে ভারত-পাক সমস্যার সমাধান লুকিয়ে নেই। উল্টে পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদানে বাধা সৃষ্টির বদলে সরকারের উচিত তাতে উৎসাহ দেওয়া। এই আদানপ্রদানে হস্তক্ষেপ করা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্ত ট্যালেন্ট ফোরামে বাধা সৃষ্টি করা।’’

উরি হামলার পরে পাক অভিনেতাদের এ দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা (এমএনএস)। মঙ্গলবার জিকিউ মেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নিয়ে সইফের প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরেই পাক অভিনেতাদের পাশে দাঁড়ান তিনি। বলেন, ‘‘আমরা সকলেই শিল্পী। শান্তি আর ভালবাসার কথা বলে থাকি। এখন এ দেশে অভিনয়ের অনুমতি কারা পাবেন আর কারা পাবেন না, আইনের দিকটা মাথায় রেখে তা সরকারকেই স্থির করতে হবে।’’

উরির সেনা ছাউনিতে হামলার পর এমএনএস এ দেশে কর্মরত সমস্ত পাক অভিনেতাদের বয়কটের ডাক দেয়। এ দেশে কর্মরত সমস্ত পাক অভিনেতাদের দ্রুত দেশ ছাড়তে বলে হুমকিও দেয় তারা। সম্প্রতি পাক অভিনেতা ফওয়াদ খান দেশ ছেড়েছেন। হুমকির জেরেই তাঁর এই সিদ্ধাম্ত কি না তা নিয়েই এখন জল্পনা চলছে। অভিনেতাদের বয়কটের মধ্যে যে ভারত-পাক সমস্যা সমাধান লুকিয়ে নেই তা বারবার বলে আসছেন বলি সেলেবদের অনেকেই। এর আগে কর্ণ জোহর, অনুরাগ কশ্যপ, হানসাল মেহতা, রাকেশ ওমপ্রকাশ মেহতা এবং বরুণ ধবন এ নিয়ে সরব হয়েছিলেন। এ বার সেই দলে যোগ দিলেন সইফ আলি খান।

আরও পড়ুন: ভারতছাড়া ফওয়াদ

অন্য বিষয়গুলি:

uri attack saif ali khan pak actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE