প্রতীকী ছবি।
এ বার জম্মু-কাশ্মীরে স্বঘোষিত গোরক্ষকদের মারে জখম হল ৯ বছরের এক বালিকা-সহ একই পরিবারের পাঁচ জন। কাশ্মীরের রিয়াসি জেলার ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মেষপালক পরিবারটি তাদের গবাদি পশু, গরু-বাছুর নিয়ে কাশ্মীরের তালওয়ারা এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁদের গরু পাচারকারী ভেবে লোহার রড দিয়ে নির্মম ভাবে মারধর করা হয় বলে অভিযোগ। নির্যাতিতদের দাবি, তাঁদের সমস্ত গবাদি পশুও কেড়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাবাকের পর ইয়াসিন, ক্যামেরা ফেলে আহত ছাত্রীকে বাঁচালেন চিত্র সাংবাদিক
পুলিশ সূত্রে খবর, ওই বালিকার শরীরের একাধিক স্থানে আঘাত রয়েছে। হামলায় আক্রান্তদের হাসপাতালে পাঠানো হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদ্য জানিয়েছেন, পাঁচ জন হামলাকারীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর। ইতিমধ্যে এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধী দল৷ জম্মু-কাশ্মীরে পিডিপি-বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম প্রধান ওই রাজ্যেও বেড়েছে গো-রক্ষকদের তৎপরতা৷ কয়েক দিন আগেই রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হামলায় পেহেলু খান নামের এক ব্যক্তির মৃত্যু হয়৷ এ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সংসদেও এই ইস্যুতে ঝড় উঠেছিল৷ ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধী দলগুলি৷ পাল্টা বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানিয়েছিলেন, এমন কোনও ঘটনা আদপে ঘটেইনি৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy