Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চেনা নীরবতা, মোদীকে পত্রবোমা চমস্কিদের

এক দিকে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। আর অন্য দিকে, কাঠুয়া-উন্নাও নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা। অবসরপ্রাপ্ত ৪৯ জন আমলার মতো চমস্কিরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁদের চিঠিতে।

নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ০৩:২২
Share: Save:

প্রধানমন্ত্রীর ঠিকানায় ফের পত্রবোমা! অবসরপ্রাপ্ত আমলাদের পরে এ বার কাঠুয়া-উন্নাও কাণ্ডে সুর চড়ালেন নোয়াম চমস্কি-সহ দেশ-বিদেশের ছ’শোরও বেশি বিশিষ্ট জন। দেশ জুড়ে ঘটে চলা নাবালিকা খুন ও ধর্ষণের জেরে ফের কাঠগড়ায় নরেন্দ্র মোদী ও বিজেপি।

এক দিকে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। আর অন্য দিকে, কাঠুয়া-উন্নাও নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা। অবসরপ্রাপ্ত ৪৯ জন আমলার মতো চমস্কিরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁদের চিঠিতে। মোদীকে উদ্দেশ করে তাঁরা লিখেছেন, ‘‘আপনার দীর্ঘ (এবং এখন পরিচিত) নীরবতা নিয়েও ক্ষোভ জানাচ্ছি আমরা। সম্প্রতি যে নীরবতা ভেঙে আপনি যৎসামান্য, একঘেয়ে এবং দিশাহীন কিছু আশ্বাস শুনিয়েছেন নির্যাতিতাদের।’’

কাঠুয়া-উন্নাওকে বিচ্ছিন্ন কোনও ঘটনা মানতে নারাজ বিশিষ্টরা। সমাজে সংখ্যালঘুদের পাশাপাশি দলিত, মহিলা এবং জনজাতিদের উপরে হামলা যে ভাবে বাড়ছে, তারও নিন্দা করা হয়েছে চিঠিতে। বলা হয়েছে উত্তরপ্রদেশের দাদরি, সহারণপুর থেকে শুরু করে গুজরাতের উনা, হরিয়ানার রোহতক, জম্মু-কাশ্মীরের কথা। এ সবের বাড়বাড়ন্ত যে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর-পরই হয়েছে, তা-ও স্পষ্ট বলা হয়েছে চিঠিতে। চমস্কিদের বক্তব্য, এই সমস্ত ঘটনায় শাসক পক্ষের জড়িত থাকার বিষয়টি অস্বীকারের প্রশ্ন নেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE