দিল্লির চেতন কক্করের পরে পুণের অভিষেক পন্ত। সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগলের ডাকে এ বার বার্ষিক ২ কোটি টাকার চাকরি নিয়ে ক্যালিফোর্নিয়া যাচ্ছে খড়্গপুর আইআইটির পড়ুয়া অভিষেক।
খড়্গপুর আইআইটির কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারের ছাত্র অভিষেকের জন্ম, বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রেই। ২০০৬ সালে বাবা-মায়ের সঙ্গে ভারতে ফিরে আসেন তিনি। ২২ বছরের অভিষেক এই বছরই ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দফতরে তিন সপ্তাহের ইন্টারনশিপ করে এসেছেন।
‘‘পুণে থেকে খড়্গপুর, খড়্গপুর থেকে গুগল মাউন্ট ভিউয়ের সফরটা বেশ উত্তেজনার ছিল। ওখানে ইন্টার্ন হিসেবে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এই জব অফার একে বারে ‘আইসিং অন দ্য কেক’।’’
এর আগে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ছাত্র চেতন কক্করকে বার্ষিক প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকায় (১ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার) নিযুক্ত করে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy