Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কনস্টেবলের ‘তায়েকোন্দো’ কিকে বাঁচল তিন যুবক 

তিন যুবকের প্রাণ বাঁচাল কনস্টেবলের ‘তায়েকোন্দো কিক’। ঘটনাটি দ্বারকার রামপাল চক এলাকার। বুধবার টহল দিচ্ছিলেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল দীপককুমার শর্মা। মার্শাল আর্টের ‘তায়েকোন্দো’ ঘরানায় প্রশিক্ষিত তিনি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০৪:১৬
Share: Save:

তিন যুবকের প্রাণ বাঁচাল কনস্টেবলের ‘তায়েকোন্দো কিক’। ঘটনাটি দ্বারকার রামপাল চক এলাকার। বুধবার টহল দিচ্ছিলেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল দীপককুমার শর্মা। মার্শাল আর্টের ‘তায়েকোন্দো’ ঘরানায় প্রশিক্ষিত তিনি। বুধবার রামপাল চকে জমা জল এড়াতে, বিদ্যুৎ স্তম্ভের পাশের লোহার বোর্ডে ভর দিয়ে এগোতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে বোর্ডের সঙ্গে আটকে পড়েন এক যুবক। পুলিশ জানিয়েছে তাঁর নাম ভবেশ। ভবেশকে উদ্ধার করতে তাঁর তিন বন্ধু এগিয়ে গেলে শক খেয়ে তাঁরাও একে অপরের সঙ্গে আটকে পড়েন। এই দেখে দৌড়ে গিয়ে ভবেশের হাতে তায়েকোন্দোর ‘ফ্রন্ট পুশ কিক’ মারেন দীপক। বোর্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভবেশ ও তাঁর বন্ধুরা।

দীপক বলেন, ‘‘ওঁদের আটকে পড়তে দেখেই ফ্রন্ট পুশ কিক মারি। হাত দিয়ে ছা়ড়াতে গেলে আমিও বিদ্যুৎস্পৃষ্ট হতাম।’’ বুকে চাপ দিয়ে প্রাথমিক চিকিৎসার পরে চার জনকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন দীপক। ভবেশকে বাঁচানো যায়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE