রাহুল ও হার্দিক।
বিজেপিকে চাপে ফেলে রাহুল গাঁধীর সঙ্গে সমঝোতার কথা অবশেষে নিজেই ঘোষণা করলেন হার্দিক পটেল। স্পষ্ট করে জানালেন, বিজেপিকে হারাতে গুজরাতে পাতিদারদের সমর্থন যাবে কংগ্রেসেরই ঝুলিতে।
গত দু’দিন ধরে হার্দিকের সভা ও সাংবাদিক বৈঠক বাতিল জোটের পিছনে জটের ছবিটিই তুলে ধরছিল। কিন্তু রাহুলের হস্তক্ষেপের পরে কাল রাতেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়। আজ সকালে হার্দিক ঘোষণা করেন, পাতিদারদের সংরক্ষণের দাবি কংগ্রেস মেনে নিয়েছে। ক্ষমতায় এলে মণ্ডল কমিশনের ভিত্তিতে সমীক্ষা করে বিধানসভায় বিল আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বিজেপি ক্ষমতায় থেকেও এই কাজটি করেনি, উল্টে গুলি চালিয়েছে। রাষ্ট্রবিরোধী তকমা দিয়েছে আন্দোলনকরীদের। তাই বিজেপিকে হারাতে সংরক্ষণের দাবিতে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন যাবে কংগ্রেসেই। দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব বলে আসছিলেন, হার্দিকের সঙ্গে সমঝোতা নিয়ে কোনও সমস্যা নেই। শুধু তাঁর দলের লোকেদের ভোটে লড়ার উচ্চাশার জন্য সমস্যা হচ্ছে। হার্দিক আজ জানান, তাঁরা কংগ্রেসের থেকে কোনও আসন চাননি। শুধু ভাল পাতিদার নেতাদের টিকিট দিতে বলা হয়েছে। আড়াই বছর তিনি নিজেও ভোটে লড়বেন না।
আজ সমঝোতার ঘোষণায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি। হার্দিকের ওই ঘোষণার পরেই তড়িঘড়ি গুজরাতে পটেল-নেতা উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল, দিল্লিতে অরুণ জেটলি মুখ খোলেন এই জোটের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy