বিয়ে করেই ঝামেলায় জড়ালেন হরভজন সিং। জলন্ধরে তাঁর বিয়ের আসরে মিডিয়ার সঙ্গে দুর্বব্যবহার করার অভিযোগে চার বাউন্সারকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের আইনি হেফাজতে পাঠানো হয়েছে। এর পর আজ শিখ বিচার সভা অকল তখতে হরভজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যুব আকালি দল সদস্য জরনল সিং গারদিওয়াল। তাঁর অভিযোগ বিয়ের অনুষ্ঠান চলাকালীন ভক্তদের গুরুদ্বারে ঢুকতে বাধা দেন হরভজন। এই ঘটনা শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে বলে অকল তখতে অভিযোগ জানিয়েছেন গারদিওয়াল।
তিনি বলেন, কীভাবে কারও ব্যক্তিগত বাউন্সার ভক্তদের গুরুদ্বারে ঢুকতে বাধা দিতে পারে? এ আগে কোনও সেলিব্রিটি এ রকম করেননি। অন্য দিকে সাংবাদিকরা অভিযোগ জানিয়েছেন গুরুদ্বারে ঢোকার মুখে তাঁদের হেনস্থা করেন বাউন্সাররা। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। প্রতিবাদে গুরুদ্বারের বাইরেই বিক্ষোভে বসেন সাংবাদিকরা। হরভজন বাইরে এসে ক্ষমা চাইলে বিক্ষোভ তুলে নেন তাঁরার
বাউন্সার নভজ্যোত্, কুলদ্বীপ, রবি ও বাবলুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৭বি, ৪২৭ ও ৫৯৬ ধারায় মামলা দায়ের হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy