‘কৃত্রিম বৃষ্টি’ গুরুগ্রামে। প্রতিনিধিত্বমূলক ছবি।
শীত আসার আগেই দিল্লি, এনসিআর এবং পঞ্জাব, হরিয়ানায় দূষণের মাত্রা খারাপ পর্যায়ে পৌঁছেছে। দীপাবলির পর থেকে বাতাসের গুণগত মান কোথাও কোথাও অত্যন্ত ভয়ানক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে দূষণ কমাতে হরিয়ানার গুরুগ্রামের এক আবাসন ‘কৃত্রিম বৃষ্টি’র ব্যবস্থা করল।
গুরুগ্রামের সেক্টর ৮২। সেখানে ৩৩ তলা একটি আবাসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কী ভাবে এই উদ্যোগ নেওয়া হল? কী জানালেন আবাসন কর্তৃপক্ষ? তাঁরা জানাচ্ছেন, যেটিকে ‘কৃত্রিম বৃষ্টি’ বলে উল্লেখ করা হচ্ছে, আসলে তা আদৌ নয়। তবে তার বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়েছে। আবাসনের একেবারে উপরের তল থেক অগ্নিনির্বাপণের জন্য ব্যবহৃত পাইপের মাধ্যমে জল ছেটানো হচ্ছে। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আকারে সেই জল পড়ছে। বাতাসে ধূলিকণা এবং দূষণ কমাতেই এই উদ্যোগ বলে তাঁদের দাবি।
সংবাদ সংস্থা এএনআইকে আবাসনের সভাপতি আঁচল যাদবের অভিযোগ, সরকার দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। কোনও রকম উদ্যোগই চোখে পড়ছে না তাদের তরফে। তাই আবাসনের বাসিন্দারা যাতে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, দূষণমুক্ত পরিবেশে থাকতে পারেন, এবং আবাসন ও তার আশপাশের বাতাসের গুণগত মান ঠিক রাখতেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। যাদব আরও জানিয়েছেন, তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আশপাশের আবাসনগুলিও। সেখানেও ইতিমধ্যে এই কৌশল প্রয়োগ শুরু হয়েছে। শুধু গুরুগ্রাম নয়, দিল্লি এবং সংলগ্ন এলাকার বহু জায়গায় এই কৌশলে দূষণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy