বরাক উপত্যকা লাগোয়া ডিমা হাসাও পাহাড়ে নাগা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামল অসম পুলিশ। মঙ্গলবার দু’তরফের গুলির লড়াইয়ে অন্তত তিন জঙ্গির মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, নিহতেরা ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড’ (এনএসসিএন)-এর সদস্য।
অসম পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে নাগাল্যান্ড থেকে এনএসসিএন জঙ্গিদের অনুপ্রবেশের খবর পাওয়ার পরেই শুরু হয়েছে অভিযান। হাফলং থানা সীমানার এন কুবিন এবং হেরাকিলোর মধ্যবর্তী স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের পাশাপাশি আধাসেনা অসম রাইফেল্স বাহিনীও অভিযানে অংশ নিয়েছে। অসম পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘আমরা ঘটনাস্থল থেকে দু’টি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল এবং গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছি।’’
মায়ানমার সীমান্তে সক্রিয় এনএসসিএন (খাপলাং) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গত কয়েক বছরে একাধিকবার সেনা এবং অসম রাইফেল্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্য দিকে, এনএসসিএন (আইএম) গোষ্ঠীর সঙ্গে গত এক দশক ধরে কেন্দ্রের সংঘর্ষবিরতি চুক্তি বহাল রয়েছে। কয়েক মাস আগে এনএসসিএন (আইএম)-এর সাধারণ সম্পাদক টি মুইভা নতুন করে চুক্তি পর্যালোচনার দাবি জানিয়েছেন। বিশেষ করে নাগাদের জন্য পৃথক পতাকা এবং সংবিধানের দাবি নিয়ে আলোচনার জন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। দাবি মানা না হলে সংঘর্ষবিরতি চুক্তি একতরফা ভাবে ভেস্তে দেওয়া হতে পারে বলেও মুইভা হুঁশিয়ারি দিয়েছেন। এ ছাড়া অসমে এনএসসিএন (কেওয়াইএ) নামে একটি গোষ্ঠীরও সক্রিয়তা রয়েছে।