কাউকে বলছেন না কংগ্রেসকে ভোট দিতে। কিন্তু বিজেপির বিরোধিতা করতে বলছেন। সুতরাং সমর্থন স্বাভাবিক ভাবেই কংগ্রেসের দিকে যাবে। ব্যাখ্যা হার্দিকের। ছবি: পিটিআই।
অবশেষে সমর্থন কংগ্রেসকেই। গুজরাতের বিধানসভা নির্বাচনে তাঁর সংগঠন পাতিদার অনামত আন্দোলন সমিতি (পাস) কংগ্রেসের পাশেই থাকছে, বেশ স্পষ্ট করেই জানিয়ে দিলেন পটেল সম্প্রদায়ের তরুণ নেতা হার্দিক পটেল। অমদাবাদে এক সাংবাদিক বৈঠকে হার্দিক পটেল মঙ্গলবার জানিয়েছেন, শিক্ষায় এবং সরকারি চাকরিতে পটেলদের জন্য সংরক্ষণের দাবি কংগ্রেস মেনে নিয়েছে। সরাসরি হোক বা পরোক্ষ ভাবে, বিধানসভা নির্বাচনে তাঁর সংগঠন কংগ্রেসকেই সমর্থন করবে— সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্যই করেছেন হার্দিক।
‘‘কংগ্রেস আমাদের সমস্যাগুলোকে স্বীকৃতি দিয়েছে। পাতিদারদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে তারা রাজি হয়েছে।’’ সাংবাদিক বৈঠকে হার্দিক এ কথাই বলেছেন। গুজরাতে সরকার গড়তে পারলে পটেল সংরক্ষণের জন্য বিধানসভায় বিল আনবে কংগ্রেস, দাবি হার্দিকের। তিনি বলেছেন, ‘‘আমরা কংগ্রেসকে বলেছি, যদি তারা ক্ষমতায় আসে, তা হলে অবশ্যই এক মাসের মধ্যে (সংরক্ষণ) বিল পাশ করাতে হবে।’’ তবে ভোটের আগে শুধু মৌখিক প্রতিশ্রুতিতে কাজ হবে না বলেও হার্দিক জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কী ভাবে পাতিদারদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে কংগ্রেস, তা নির্বাচনী ইস্তাহারে বিশদে জানাতে হবে।’’
আরও পড়ুন: মোদীকে নিয়ে কুরুচিকর টুইট মুছে দিল কংগ্রেস
কংগ্রেসের সঙ্গে পাস-এর যে বিশদ আলোচনা এবং সমঝোতা হয়ে গিয়েছে, তা জানিয়ে দিতে কোনও রাখঢাক করেননি হার্দিক। কিন্তু, এ বারের ভোটে কংগ্রেসকেই ভোট দিন— এমন কথা তিনি কাউকে বলছেন না বলে হার্দিক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘‘আমরা সরাসরি কংগ্রেসকে সমর্থন করছি, এমন নয়। কিন্তু আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। তাই সরাসরি হোক বা পরোক্ষ ভাবে, আমাদের সমর্থন কংগ্রেসের দিকেই থাকবে।’’
আরও পড়ুন: হার্দিককে নিয়ে জটের মধ্যে জারি চা-ওয়ালা বিতর্কও
হার্দিক পটেলের সংগঠন থেকে বেশ কয়েক জনকে এ বারের নির্বাচনে কংগ্রেস টিকিট দিয়েছে। হার্দিক অবশ্য জানিয়েছেন, তিনি নিজের সংগঠনের জন্য কংগ্রেসের কাছ থেকে কোনও টিকিট চাননি। প্রার্থীরা যেন প্রতিনিধিত্বের যোগ্য হন, শুধু এটুকুই কংগ্রেসকে বলা হয়েছিল। হার্দিক আরও বলেছেন, ‘‘আমরা কাউকে বলিনি, কংগ্রেসকে ভোট দিন। কিন্তু যে হেতু কংগ্রেস আমাদের স্বার্থের কথা বলছে, সে হেতু আমরা বিষয়টি জনগণের উপরেই ছাড়ছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy