জয়ললিতার ভাইঝি দীপা জয়কুমারকে নিয়ে আম্মার সমাধিস্থলে পনীর। মঙ্গলবার রাতে পিটিআইয়ের ছবি।
বাড়ির সামনে ফাটছে বাজি-পটকা। সমর্থকদের ভিড়। বিলি করছেন মিষ্টি। উচ্ছ্বসিত তাঁরা। আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে তাঁরও। বলছেন, সরকার গড়বেন কারও সাহায্য ছাড়াই। যদিও এখনও অঙ্ক মেলাতে পারছেন না পনীরসেলভম। ‘আম্মার আত্মা’র নির্দেশে বিদ্রোহ করেছিলেন তিনি। আম্মার ‘অসম্পূর্ণ কাজ’ পূর্ণ করতে এডিএমকের বিধায়ক ও মন্ত্রীদের সাহায্য চেয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দাবি করেছেন ‘আম্মার আত্মাই’ তাঁদের ঠিক পথ দেখাবেন।
কিন্তু পথটা কী? কোথায় পাবেন প্রয়োজনীয় বিধায়কের সমর্থন? আজ রায়ের আগে পনীর শিবিরে যোগ দেন বিধায়ক সেম্মালাই। কিন্তু রায়ের পরে শশী শিবির ছেড়ে দলে দলে বিধায়কেরা চলে এসেছেন এমন নয়।
গত ক’দিন ধরেই ডিএমএকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর যোগসাজসের অভিযোগ তুলছিল শশিকলার শিবির। জল্পনা ছিল, এডিএমকের অল্প ক’জনকে পাশে পেলেই, ডিএমকের সমর্থন নিয়ে সরকার গড়তে পারেন পনীর। আজ শীর্ষ আদালতের রায়ের পরে পনীর সম্ভবত আশা করছেন, সরকার গড়ার জন্য ডিএমকের সমর্থন বা সাহায্য আর দরকার হবে না তাঁর। শশীর জেলযাত্রার সঙ্গে সঙ্গেই শিবিরের সব বিধায়ককেই এ বার অন্তত পাশে পাবেন তিনি। যে কারণে, এক খোলা চিঠিতে বিপক্ষ শিবিরের বিধায়কদের তিনি বার্তা দিয়েছেন, ‘‘সাময়িক মতবিরোধ ভুলে, দলের স্বার্থে এক হোন সকলে।’’
আরও পড়ুন:
অস্তশশীর কুশলী চালে আপাতত পিছিয়ে পনীর
বিধায়ক-বন্দির দুর্গে এখন ভাঙা হাট
কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরেই শশিকলা যে ভাবে ‘প্ল্যান বি’ হিসেবে ই কে পালানিসামিকে সামনে নিয়ে এসেছেন তাতে স্বাভাবিক ভাবেই বেজায় চটেছে পনীর শিবির। কে পান্ডিয়ারাজনের কথায়, ‘‘যে কেউ কাউকে বেছে নেবেন, এমন অধিকার কারও নেই।’’ শশী আজ দুপুরে দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করেছেন পনীরের। বহিষ্কার করেছেন পান্ডিয়ারাজন-সহ আরও ২০ জন নেতাকে। প্রকাশ্যে অবিচল পনীর বলেন, ‘আম্মার আত্মাই’ তাঁদের ঠিক পথ দেখাবেন। পান্ডিয়ান বলেন, ‘‘আমাদের তাড়ানোর কোনও অধিকার নেই শশীকলার। গত সপ্তাহেই ই মধুসূদনন তাঁকে বরখাস্ত করেছেন। সমর্থকেরা সঙ্গে নেই। আদালতেও দোষী প্রমাণিত হয়েছেন। সব স্তরেই তিনি বিতাড়িত, আমাদের তাড়ানোর অধিকারই তাঁর নেই।’’
সরকার গড়া নিয়ে ধোঁয়াশায় থাকলেও আপাতত খুশির মেজাজে পনীর শিবির। তাঁদের এক নেতার কথায়, ‘‘এত দিনে ন্যায় বিচার হল।’’ দিনের শেষে আর এক খুশির খবর শিবিরে। গত ক’দিন ধোঁয়াশায় রাখলেও, জয়ললিতার ভাইঝি দীপা জয়কুমার আজ যোগ দিয়েছেন পনীর শিবিরে। জানিয়েছেন, পনীরের সঙ্গে হাতে হাত মিলিয়ে এডিএমকে-র কাজ করতে চান।
এর পরে রাতেই দীপাকে নিয়ে পনীর যান আম্মার সমাধিস্থলে। যেখান থেকেই লড়াই শুরু করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy