এই ভাবে কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার হ্যান্ডেল পড়েছে হ্যাকারদের খপ্পরে। ছবি টুইটারের সৌজন্যে।
লোকসভা ভোটের মুখে এ বার হ্যাকারদের খপ্পরে পড়তে হল বিজেপিকে। কেন্দ্রের শাসক দলের আইটি সেলের গুগল ডক-এ অদলবদল ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপদস্থ করেছে হ্যাকাররা। গুগল ডক-এ রদবদল ঘটিয়ে হ্যাকাররা দেখিয়েছে, কোনও কোনও কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। বোঝানোর চেষ্টা হয়েছে, মন্ত্রিসভায় কতটা মতবিরোধ রয়েছে। বয়ান অদলবদল করে দেখানো হয়েছে, অর্থ ও জাহাজ দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণণ প্রধানমন্ত্রী মোদীর কাজকর্মের সমালোচনা করছেন।
দু’-একটি দৃষ্টান্ত দেওয়া যাক। বিজেপির আইটি সেলের গুগল ডক-এ লেখা ছিল, ‘‘প্রধানমন্ত্রী মোদী প্রান্তিক মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেছেন।’’ ওই বাক্যটিকেই একটু অদলবদল করে দিয়েছে হ্যাকাররা। লেখা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী মোদী ধনীদের প্রয়োজনের কথা মাথায় রেখেছেন।’’
How do you get a Union Minister to tweet what you want? Well, you go and edit the trending document made by BJP IT cell, and then you control what they tweet. Thread.
— Pratik Sinha (@free_thinker) February 13, 2019
Here's the video of this morning when their trending document got automagically updated :-)
1/n pic.twitter.com/6DLwDPg2CV
দলীয় মতাদর্শ আমজনতার মধ্যে ছড়িয়ে দেওয়া ও দলের নেতা, কর্মীদের বক্তব্যকে মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপির আইটি সেল গত কয়েক বছর ধরেই ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে। কিন্তু এই প্রথম বিজেপির সেই আইটি সেলকে অপদস্থ হতে হল হ্যাকারদের দৌলতে।
আরও পড়ুন- মনে রাখব আমরা, রাগ সামলাতে না পেরে সনিয়াকে বললেন মমতা
আরও পড়ুন- যেখানে প্রিয়ঙ্কার ভয়, সেখানে গোয়েন্দা রয়!
তথ্য খতিয়ে দেখে এমন একটি ওয়েবসাইট ‘অল্ট-নিউজ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক সিংহ বলেছেন, ‘‘হ্যাকাররা কোনও কোনও কেন্দ্রীয় মন্ত্রীরও টুইটার হ্যান্ডেল ব্যবহার করেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy