প্রতীকী ছবি।
নতুন বছর শুরু আগে এক ধাক্কায় পড়ল সোনার দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রামে ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ৯,০০০ টাকা করে দাম কমেছে সোনার। গত ছ’বছরে এই প্রথম এক ধাক্কায় এতটা দাম কমল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও সোনার দাম প্রায় ০.৪ শতাংশ পড়ে যায় বৃহস্পতিবার। প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৪৭ হাজার ৬৫০ টাকা। দাম কমার কারণে উৎসবের এই মরসুম সোনা কেনার ভাল সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। সোনার পাশাপাশি, আন্তর্জাতিক এবং দেশের বাজারে রুপোর দামও পড়ে যায়।
করোনাভাইরাসের ওমিক্রন রূপের সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ এবং শেয়ার বাজারের পতনের প্রভাব সোনা-রুপোর বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি, আমেরিকায় ফেডারেল ব্যাঙ্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপকেও এর কারণ বলে মনে করা হচ্ছে। সে দেশেও বৃহস্পতিবার সোনা-রুপোর দাম কমেছে অনেকটাই। প্রসঙ্গত, নভেম্বরের গোড়াতেও সোনার দামে দু’দফায় পতন ঘটেছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy