কার্তি চিদম্বরম।- ফাইল চিত্র।
দেশ থেকে যাতে পালাতে না পারেন, সে জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তির বিরুদ্ধে সবক’টি বন্দর ও বিমানবন্দর ও সীমান্তে ‘লুক আউট নোটিস’ বা হুলিয়া জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের বিরুদ্ধে দুর্নীতি ও বিদেশি মুদ্রা আইন ভাঙার অভিযোগের তদন্ত করছে সিবিআই। একটি বেসরকারি সংস্থাকে বিদেশি লগ্নি আইন ভাঙার জন্য কার্তি সাড়ে ৩ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে সিবিআইয়ের অভিযোগ। তাঁর বাবা পি চিদম্বরম তখন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ, তাঁর বাবার নাম করেই কার্তি ওই ঘুষ নিয়েছিলেন।
কার্তি সিবিআইয়ের লুক আউট নোটিসকে বাতিল ঘোষণা করার আর্জি জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্টে। সোমবার তা নিয়ে শুনানি হবে আদালতে।
লুক আউট নোটিস জারির অর্থ, কবে, কোথায় তাঁর বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তা আগেভাগে সিবিআই ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)কে জানাতে হবে। তারা অনুমতি দিলেই একমাত্র বিদেশে যেতে পারবেন কার্তি।
আরও পড়ুন- স্তন্যদানে ঘোরতর আপত্তি ছিল এই রাজ পরিবারের অনেকেরই
আরও পড়ুন- সংসদে ‘ভুল’ তথ্য পেশ, বিরোধী তোপের মুখে সুষমা
কার্তির বিরুদ্ধে লুক আউট নোটিস জারির জন্য কেন্দ্রের কাছেও আর্জি জানিয়েছে সিবিআই। কার্তি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘এই সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’’।
আরও পড়ুন- সপ্তাহে তিন দিন সিবিআই আদালতে হাজিরা, নাস্তানাবুদ লালু
কার্তির বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট নোটিস জারির খবর চাউর হয়ে যাওয়ার পর স্থানীয় কংগ্রেস কর্মীরা বিক্ষোভে সামিল হন তামিলনাড়ুর শিবগঙ্গা শহরে। এই শিবগঙ্গাই ছিল কার্তির বাবা পি চিদম্বরমের সংসদীয় নির্বাচন কেন্দ্র। তদন্ত এড়ানোর জন্য গা ঢাকা দিতে কার্তি বিদেশে যেতে চাইছেন বলে সিবিআই যে অভিযোগ করেছে, তা খণ্ডন করতে শিবগঙ্গা শহরের বিভিন্ন জায়গায় এ দিন কার্তির ছবি টাঙিয়ে দেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। নিজের ছবি দিয়ে কার্তিও টুইট করেন। সেই টুইটে কার্তি লিখেছেন, ‘‘যারা আমার ওপর নজর রাখছে, এটা তাদের জন্য।’’
গত মে মাসে একটি বিবৃতিতে কার্তির বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছিলেন, ‘‘আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা সবাই জানেন আমার সিদ্ধান্তকে কেউই বদলাতে পারতো না। কোনও সরকারি কাজে আমি কখনওই আমার পরিবারের কোনও সদস্যকে নাক গলাতে দিইনি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy