Advertisement
০২ নভেম্বর ২০২৪
লোকসভা নির্বাচন ২০১৯

সকালেই আডবাণী, জোশীর বাড়িতে মোদী, বললেন, ‘আপনাদের জন্যই সাফল্য’

বললেন, ‘গুরুজনদের সঙ্গে সাক্ষাৎ আর তাঁদের আশীর্বাদ নেওয়াটাই ভারতীয় জনতা পার্টির পরম্পরা।’

জয়ের পরের সকালে আডবাণীর বাড়িতে নরেন্দ্র মোদী। ছবি: টুইটারের সৌজন্যে।

জয়ের পরের সকালে আডবাণীর বাড়িতে নরেন্দ্র মোদী। ছবি: টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০১৯ ১৩:২৮
Share: Save:

বিরাট জয়ের পরের সকালেই নিজের প্রথম গন্তব্য হিসেবে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর জোশী বাসভবনকেইবেছে নিলেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই নেতার সঙ্গে সাতসকালেই বৈঠক করে নিজের কৃতজ্ঞতা জানান তিনি। আর বললেন, ‘গুরুজনদের সঙ্গে সাক্ষাৎ আর তাঁদের আশীর্বাদ নেওয়াটাই ভারতীয় জনতা পার্টির পরম্পরা।’

যে ভাবে এই নির্বাচনের ময়দান থেকে লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর জোশীকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন দলের এই দুই অন্যতম বর্ষীয়ান নেতাই। গুজরাতের গাঁধীনগর কেন্দ্রের ছ’বারের সাংসদ লালকৃষ্ণ আডবাণীর জায়গায় প্রার্থী হয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু যে পথে এগোচ্ছে তাঁর প্রতিষ্ঠা করা ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে যে খুশি ছিলেন না আডবাণী, তা নিজের ব্লগে লিখে জানিয়েছিলেন তিনি নিজেই। অন্য দিকে কানপুরে থেকে তাঁকে সরিয়ে দেওয়া নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ্যে এনেছিলেন মুরলীমনোহর জোশী।

গত কালের বিরাট জয়ের পরের সকালেই অবশ্য নয়াদিল্লিতে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে হাজির হননরেন্দ্র মোদী এবং দলের সভাপতি অমিত শাহ। আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর আশীর্বাদ নেন তাঁরা। পরে নিজেই সেই ছবি টুইট করে তিনি বলেন, ‘আডবাণীজির সঙ্গে কথা বলেছি আমি। বিজেপির আজকের সাফল্য সম্ভব হয়েছে তাঁর মতো মহান ব্যক্তিদের অবদানের জন্যই। দশকের পর দশক ধরে পরিশ্রম করে তাঁরা এই দল তৈরি করেছেন।’

এর পরই তিনি যান আরেক বর্ষীয়ান নেতা মুরলীমনোহর জোশীর বাড়িতে। সেই সাক্ষাতের কথা জানিয়ে টুইট করে তিনি বলেন, ‘ডক্টর মুরলীমনোহর জোশী অত্যন্ত উঁচু মানের জ্ঞানী এবং বিদ্বজ্জন। ভারতের শিক্ষাব্যবস্থার উন্নতিতে ওঁর অবদান স্মরণীয়। বিজেপিকে শক্তিশালী করতে উনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অনেক সংগঠককেও উনি নিজে হাতে তৈরি করেছেন, যার মধ্যে পড়ি আমিও।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE