ধৃতদের মধ্যে রয়েছেন চারজন আইআইটি ড্রপআউট।— ফাইল চিত্র।
অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনা এই দুই রাজ্য জুড়ে প্রায় ৩০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল ৯ জনকে। সেই ৯ জনের মধ্যে রয়েছেন ৪ জন আইআইটি ড্রপ আউট। আর এই ৯ জনের মধ্যেই রয়েছেন কোম্পানির সিইও, দুই ডিরেক্টর সহ আরও ছ’জন কর্মী।
ইতিমধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। হায়দরাবাদ পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, তাদের অ্যাকাউন্ট থেকে মোট ৪০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
পুলিশসূত্রে আরও খবর, চেন্নাইয়ের এক কোম্পানিতে কাজে ঢুকেছিলেন আইআইটি ড্রপ আউট ওই চার বন্ধু। কিন্তু একঘেঁয়ে কাজ আর কম পারিশ্রমিকে পোষাচ্ছিল না তাঁদের। আর তখনই ঠিক করেন নিজের কোম্পানি খুলবেন। সেই কোম্পানিতে হার্বাল প্রোডাক্টস বেচবেন বলে মনস্থির করেই কোম্পানির কাজও শুরু করে দেন। এই ভাবেই দিনের পর দিন ওজন বাড়নোর ওষুধ বিক্রি করে যাচ্ছিল তাঁদের ভুয়ো সংস্থা।
আরও পড়ুন: আজমল কাসভ উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হল! হ্যাঁ, সরকারি ভাবে...
আরও পড়ুন: অসম নাগরিকপঞ্জী: তালিকার বাইরে থাকা ৪০ লক্ষের মধ্যে ফের আবেদন ৩.৫ লক্ষের
রাজস্থান, লুধিয়ানা, আর হায়দরাবাদেরই চোরা বাজার থেকে কম দামে ওই হার্বাল প্রোডাক্টসগুলি কিনতেন বলে পুলিশসূত্রে জানানো হয়েছে। তেলঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ জুড়ে ৪০,০০০ এরও বেশি ডিস্ট্রিবিউটার রয়েছে ওই সংস্থার। মূলত বেকার যুবক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের খুঁজে খুঁজে বের করে ডিস্ট্রিবিউটার হিসেবে নিয়োগ করতেন ওই সংস্থার কর্মীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy