Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National News

সেনাকে এক চড়ের বদলা হোক ১০০ জেহাদি খুন! গৌতম গম্ভীরের টুইট

আর কয়েক ঘণ্টা পরেই ইডেন গার্ডেন্সে কিংস একাদশ পঞ্জাবের বিরুদ্ধে নেমে পড়তে হবে। তার আগে দেশের সৈনিকদের হয়েই ব্যাট ধরলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ১৬:৩৫
Share: Save:

আর কয়েক ঘণ্টা পরেই ইডেন গার্ডেন্সে কিংস একাদশ পঞ্জাবের বিরুদ্ধে নেমে পড়তে হবে। তার আগে দেশের সৈনিকদের হয়েই ব্যাট ধরলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। শুধু ব্যাট ধরলেন না, রীতিমতো ছক্কা হাঁকালেন বলে বলে। হুঙ্কার দিয়ে রাখলেন, ‘‘আমাদের আর্মির গালে একটা চড়ের বদলা ১০০ জেহাদির জীবন। যারা স্বাধীনতা চায় এখনই চলে যাও। কাশ্মীর আমাদের।’’

আরও খবর: কুলভূষণ ঝুলিতেও কাশ্মীর

এখানেই থামেননি তিনি সঙ্গে ভারতীয় জাতীয় পতাকার রঙের ব্যাখ্যাও দিয়েছেন। গত মাসেও তিনি ভারতীয় আর্মির সপক্ষে মুখ খুলেছিলেন। সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহের কাউরের পাশে। সেই সময় তিনি টুইট করেছিলেন, ‘‘আমরা স্বাধীন দেশে বাস করি। যেখানে সকলেরই নিজের মতামত জানানোর অধিকার রয়েছে। যে মেয়ে তাঁর বাবাকে হারিয়েছে, সে যদি যুদ্ধের ভয়ঙ্কর দিক তুলে ধরে শান্তির আবেদন জানায় তা হলে তার ভুল কোথায়।’’

দেখুন গম্ভীরের সেই টুইট

এ বার দেশের সৈনিকদের হয়ে ব্যাট ধরলেন। একটি খবরও পোস্ট করলেন তিনি। যেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে কাশ্মীরের রাস্তায় এক সেনাকে কী ভাবে আক্রমণ করছে একদল মানুষ। গৌতম গম্ভীরের মতো একই পথে হাঁটলেন বীরেন্দ্র সহবাগও। একহাত নিলেন সেই মানুষদের যাঁরা সেনাদের উপর চড়াও হয়েছিলেন কাশ্মীরে। সেই ভিডিও পোস্ট করলেন তিনি।

দেখুন সহবাগের সেই টুইট !

দেখুন সহবাগের সেই টুইট

অন্য বিষয়গুলি:

Goutam Gambhir Terrorism Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE