জল চেয়ে বিমান সেবিকার কাছে পেলেন রোজা ভাঙার খাবার। ছবি : টুইটার থেকে নেওয়া।
রোজা ভাঙবেন বলে চেয়েছিলেন জল। বদলে পেলেন স্যান্ডুইচ। বিমানসেবিকার এই ব্যবহারে আপ্লুত যাত্রী। আর নেটিজেনের হৃদয় জিতে নিল এয়ার ইন্ডিয়া।
রিফাত জাওয়েদ বিমানে সফর করছিলেন। তাঁরই এই অভিজ্ঞতা হয়েছে। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বিমানে গোরখপুর থেকে দিল্লি ফিরছিলেন। ইফতারের সময় হয়ে গিয়েছিল। নিজের আসন থেকে উঠে কেবিনের কাছে গিয়ে বিমান সেবিকা ম়ঞ্জুলাকে জল চান। মঞ্জুলাএকটা ছোট বতলে জল দেন। রিফাত বলেন, আমি উপোস করছি, আর একটা বোতল কি পেতে পারি?
ম়ঞ্জুলা উত্তর দেন, আপনি আসন থেকে উঠলেন কেন? দয়া করে আপনার আসনে ফিরে যান। কয়েক মিনিট পর মঞ্জুলা দুটি স্যান্ডুইচ নিয়ে ফিরে এসে বলেন, যদি আরও লাগে চাইতে ইতস্তত করবেন না।
রিফাত আরও লিখেছেন, আমার আর স্যান্ডুইচ দরকার হয়নি। ওই দুটোই যথেষ্ট ছিল আমার জন্য। সব থেকে ভাল লাগার বিষয় হয়, মঞ্জুলার ওই সুন্দর ব্যবহার। এটাই আমার ভারত।
On my way back to Delhi in @airindiain Alliance from Gorakhpur: Iftar time was nearing so I walked up to cabin crew member Manjula, asked for some water. She gave me a small bottle. I asked, “can I pls have 1 more bottle since I’m fasting?”
— Rifat Jawaid (@RifatJawaid) May 18, 2019
Manjula replied, “why did you... pic.twitter.com/QaMoAR5CqC
রিফাতের এই পোস্ট নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রচুর মানুষ এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তাদের এই ব্যবহারের জন্য। অনেকেই বলেছেন, এটাই বৈচিত্রময় এই দেশের মহত্ব। ঈশ্বর, আল্লা দেশের এই ঐক্য বজায় রাখুন।
আরও পড়ুন : পাগড়ি পরে রেস্তরাঁয় ঢুকতে পারল না যুবক
আরও পড়ুন : ভক্তের গাড়ির নম্বর প্লেটে নিজের নাম দেখে উত্তর দিলেন এআর রহমান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy