জনমোহিনী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী? ফাইল চিত্র
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতার মাধ্যমে শুরু হল ২০১৮ সালের বাজেট অধিবেশন। সাধারণ নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির লক্ষমাত্রা ৭-৭.৫ শতাংশ রাখল কেন্দ্র।
সোমবার লোকসভায় পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৭৫ শতাংশ হতে পারে বলেও আশা করা হয়েছে সমীক্ষায়।
রিপোর্টে নোটবন্দি থেকে জিএসটির মতো বিষয়গুলির উল্লেখ করে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক স্বাস্থ্য উন্নত করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। এর ফলে ভবিষ্যতে জিডিপি বৃদ্ধি আশানুরূপ হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ‘রাজার বক্তব্য শেষ, এ বারে প্রজার শুরু’
প্রশংসা করা হয়েছে সরকারের ব্যাঙ্কিং সংস্কারেরও। বিদেশি বিনিয়োগ আনতে সরকারের প্রশংসা করে আরও উদারিকরণের পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে।
২০১৮-১৯ অর্থবর্ষের জন্য অবশ্য আগেই ৭.৪ জিডিপি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। ২০১৯-২০ অর্থবর্ষের জন্য যা রয়েছে ৭.৮ শতাংশ। সেখানেও জিএসটি, ব্যাঙ্কিংয়ের মতো পদক্ষেপগুলির প্রশংসা করা হয়েছিল। মোটামুটি সেই পথেই হাঁটল অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy