Few facts about union minister, Shiromani Akali Dal leader Harsimrat Kaur Badal dgtl
Union Minister
টেক্সটাইল ডিজাইনার এই সুন্দরী এ বারও সামলাবেন খাদ্য প্রক্রিয়াকরণ
নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অন্যতম মহিলা মুখ তিনি। তবে রাজনীতির আঙিনায় সদ্য পা রেখেছেন, এমনটা একেবারেই নয়।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০৯:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অন্যতম মহিলা মুখ তিনি। তবে রাজনীতির আঙিনায় সদ্য পা রেখেছেন, এমনটা একেবারেই নয়। বেশ কয়েক বছর ধরে দাপটের সঙ্গেই বরং রাজনীতিতে ‘রাজ’ করছেন তিনি।
০২১৪
হরসিমরত কউর বাদল। ২০০৯ সালে রাজনৈতিক জীবনের সূত্রপাত। ভাতিন্ডায় কংগ্রেস প্রার্থী রনিন্দ্র সিংহকে পরাজিত করেন তিনি।
০৩১৪
অমরেন্দ্র সিংহের ছেলেকে ১ লক্ষ ২০ হাজার ভোটে পরাজিত করায় দেশীয় রাজনীতির শিরোনামে উঠে আসেন রাজ্য রাজনীতির এই পরিচিত মুখ।
০৪১৪
তিনিই শিরোমণি অকালি দল (সাদ)-এর একমাত্র নেত্রী যিনি চলতি বছরে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।
০৫১৪
সাদের সভাপতি ও পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের স্ত্রী তিনি।
০৬১৪
২০১৪ সালে স্বামীর তুতো ভাই কংগ্রেস প্রার্থী মনপ্রীত বাদলকে ভাতিন্ডা থেকে পরাজিত করে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
০৭১৪
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ তিনি।
০৮১৪
হরসিমরতের তিন সন্তান রয়েছে। তিন জনেই মেধাবী ছাত্র-ছাত্রী।
০৯১৪
দিল্লিতে বড় হয়েছেন হরসিমরত। পড়াশোনা করেছেন টেক্সটাইল ডিজাইনিং নিয়ে।
১০১৪
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পঞ্জাবের ভাতিন্ডার সাংসদ হয়েছেন তিনি। মোদীর মন্ত্রিসভায় এ বারে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
১১১৪
মহারাজা রণজিত সিংহের সেনাবাহিনীর জেনারেল ছিলেন আত্তার সিংহ মাঝিটিয়া। এই আত্তার সিংহেরই বংশধর হরসিমরত কউর বাদল।
১২১৪
হরসিমরত কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন বার বার। ‘নান্নি ছান’ নামে সংগঠনের মাধ্যমে এই ইস্যু নিয়ে কাজ করেন তিনি।
১৩১৪
মহিলাদের নিয়ে স্বরোজগার গোষ্ঠীও গড়েছেন তিনি। যেখানে পঞ্জাবের সনাতনী ফুলকারী ও ডারি নিয়েও কাজ করেন গ্রামীণ মহিলারা।
১৪১৪
ভাতিন্ডায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স তৈরির পিছনেও তাঁর অবদান রয়েছে।