Facts about Dera Sacha chief Gurmeet Ram Rahim dgtl
National News
বর্ণময় এবং বিতর্কিত, কে এই রাম রহিম
ছবি: রাম রহিমের ফেসবুক পেজ এবং সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১৪:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
• ১৯৬৭-র ১৫ অগস্ট রাজস্থানের গঙ্গানগর জেলার শ্রী গুরুসর মোদিয়া <br>গ্রামে রাম রহিমের জন্ম। গ্রামের স্কুল থেকেই পড়াশোনা করেছেন তিনি।
০২১৫
• ১৯৯০-এ ডেরা সাচা সৌদা সংগঠনের প্রধান হিসাবে নির্বাচিত হন। রাম রহিমের তিন মেয়ে ও এক ছেলে।
০৩১৫
• দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের মধ্যে খুব জনপ্রিয় রাম রহিম। রক্তদান শিবির, বৃক্ষরোপণের মতো কাজ করে থাকেন নিয়মিত। অনলাইনে যোগের প্রশিক্ষণও দেন তিনি। মেয়েদের জন্য হস্টেল, হাসপাতাল এবং যৌনকর্মীদের পুনর্বাসনের মতো কাজ করেন।
০৪১৫
• রাম রহিমের প্রায় ৫ কোটি ভক্ত। পঞ্জাব ও হরিয়ানার শহর ও গ্রামাঞ্চলে ডেরা সাচার বহু কেন্দ্র রয়েছে।
০৫১৫
• হরিয়ানার সিরসায় প্রায় ৮০০ একর জমির উপর ডেরা-র ক্যাম্পাস রয়েছে। তাঁর সংস্থা এমএসজি ব্র্যান্ডের অর্গ্যানিক মধু, নুডলস বিক্রি করে। ২০০৩-এ বিশ্বের বৃহত্তম রক্তদান শিরিবের আয়োজন করে গিনেজ রেকর্ড করে ডেরা সাচা।
০৬১৫
• রাজনৈতিক দিক থেকে যথেষ্ট প্রভাবশালী রাম রহিম। ২০১৪-য় হরিয়ানার নির্বাচনে তাঁর সংগঠন বিজেপি-কে সমর্থন করে। <br>২০১৫-য় দিল্লির নির্বাচনে বিজেপি-কে খোলাখুলি সমর্থন করে। ওই বছরেই বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেন তাঁর অনুগামীরা।
০৭১৫
• চামড়া ও রাইনস্টোন রাম রহিমের খুব প্রিয়। তাঁর পোশাক-আশাকে এই দুটো জিনিস প্রায়ই দেখা যায়।
০৮১৫
• রাম রহিমের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা রয়েছে। ২০০২-এ সিরসার এক সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে <br>খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই একই বছরে ডেরা-র ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের অভিযোগ ওঠে।
০৯১৫
• ২০০২-এ এক শিষ্যা রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে চিঠি লেখেন।<br> চিঠিতে ওই শিষ্যা অভিযোগ করেন, অন্য শিষ্যাদেরও হরিয়ানার সিরসায় ডেরা চত্বরে একাধিক বার ধর্ষণ<br> করেন। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিবিআইকে রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করতে নির্দেশ দেয়।
১০১৫
• রাম রহিমের দুই শিষ্যার মধ্যে এক জন সিবিআইকে গোপন জবানবন্দিতে জানান, তিনি ডেরা প্রধানের <br>চেম্বারে ঢোকার পরই দরজা বন্ধ হয়ে যায়। এবং তিনি দেখেন রাম রহিম বড় স্ক্রিনে পর্নোগ্রাফি ছবি দেখছেন।
১১১৫
• ২০০৭-এ শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়। <br>২০০৯-এ হরিয়ানার সিরসা আদালত এবং ২০১৪-য় ভাতিন্ডা আদালত সেই মামলা খারিজ করে।
১২১৫
• ধর্মীয় গুরু ছাড়াও এক জন গায়ক, অভিনেতা হিসাবেও তাঁর পরিচয় রয়েছে। <br>তিনি এমএসজি: দ্য মেসেঞ্জার, এমএসজি২ দ্য মেসেঞ্জার, <br>এমএসজি: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট নামে তিনটি ছবিও করেন।
১৩১৫
• ভারতে যে ৩৬ জন ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, রাম রহিম তাঁদের মধ্যে এক জন।
১৪১৫
• ব্রিটেনের ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।
১৫১৫
• দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন থেকে ২০১৬-য় সবচেয়ে জনপ্রিয় <br>অভিনেতা, নির্দেশক এবং লেখকের সম্মান পেয়েছেন রাম রহিম।