ভারতে স্বল্প পুঁজির ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে ফেসবুকের নয়া পরিকল্পনা। ছবি: শাটারস্টক
বিশ্বের দরবারে স্বল্প পুঁজির ক্ষুদ্র ভারতীয় ব্যবসা গুলিকে নিজেদের জায়গা তৈরি করে দিতে ফেসবুক আগামী ৩ বছরে ৫০ লক্ষ ছোট ও মাঝারি উদ্যোগপতিকে কারিগরি ও ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষণ দেবার পরিকল্পনা ঘোষণা করেছে।
সম্প্রতি নিজেদের ‘কমিউনিটি বুস্ট প্রোগ্রাম’-এর উদ্বোধনী দিনে ফেসবুক সঠিক প্রশিক্ষণ মডেলের মাধ্যমে স্বল্প পুঁজির ছোট ব্যবসাগুলিকে বিশ্বব্যাপী বাজারে পৌঁছে দেবার জন্য তাদের পরিকল্পনার কথা জানিয়েছে।
সহজ পাঠ্যসূচির মাধ্যমে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় ক্ষুদ্র ভারতীয় ব্যবসাদারদের শিক্ষিত করে তোলাই ফেসবুকের লক্ষ্য। এরফলে অনলাইন ব্যবসায় স্বল্প পুঁজির ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের উপস্থিতি তৈরি করতে পারবে বলে ফেসবুক আশা প্রকাশ করেছে। এই পাঠ্যসূচিতে সহজে ওয়েবসাইট তৈরি করা থেকে ওয়েবসাইট হোস্টিংয়ের ব্যয়বহুল ফি কি করে এড়িয়ে চলা যাবে সেই সবই থাকবে বলে জানা গেছে।
আরও পড়ুন: জানেন, প্লে স্টোর থেকে জনপ্রিয় ১৩ টি অ্যাপ সরিয়ে দিচ্ছে গুগল?
ইতিমধ্যেই ভারতের ২৯ টি রাজ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় ফেসবুক ‘বুস্ট ইউর বিজনেস’, ‘শি মিনস্ বিজনেস’ এই রকম ১০ টি প্রশিক্ষণ কর্মসূচি চালায়। সদ্য ঘোষিত এই ‘কমিউনিটি বুস্ট প্রোগ্রাম’টি ওই পূর্ববর্তী প্রকল্প গুলিরই একটি সম্প্রসারণ বলা যেতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা নিজেদের পণ্য-পরিষেবা অন্তত ২০০ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে। এছাড়াও এটি ব্যবসার মালিকদের তাদের পণ্যের প্রচার করতে বা বিজ্ঞাপন দিতে ফেসবুকের নিজস্ব 'ফেসবুক জবস' বৈশিষ্ট্যটি কী ভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারেও প্রশিক্ষণ দেবে।
শুধু ইংরাজি নয়, এই প্রশিক্ষণ মডিউলটি স্থানীয় ভাষাতেও পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছে ফেসবুক। আপাতত ১৪ টি স্থানীয় ভাষায় এই মডিউলটি সরবরাহ করা হবে।
আরও পড়ুন: মোদীর অনুরোধেই বিজেপিতে যোগ দেবেন ‘নারেগা লেডি’
এই ডিজিটাল প্রশিক্ষণের পরিকল্পনা ঘোষণা করার সময়, ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস দেশ জুড়ে এই কর্মসূচীর সাফল্য তুলে ধরেছেন। তিনি বলেন, ৮০ শতাংশেরও বেশি ছোট ও মাঝারি উদ্যোগপতি স্বীকার করেছেন যে ফেসবুকের মতন প্ল্যাটফর্মের কারণে তাঁদের পণ্যের বিক্রি বৃদ্ধি পেয়েছে। শুধু স্থানীয় বাজারেই নয়, বরং বিশ্বব্যাপী তাঁরা তাঁদের পণ্য বিক্রি করার সুযোগ পেয়েছেন।
এর পাশাপাশি ‘ফেক নিউজ’ বা ভুল তথ্য প্রসারের ব্যাপারেও ফেসবুক নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনও রকম ভুল তথ্য ছড়িয়ে দিলে ফেসবুকের তরফে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy